রবিবার, ২৮ মে ২০২৩, ০৬:১০ পূর্বাহ্ন

ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন বিশ্বের সম্মিলিত বিবেকের অপমান

অনলাইন রিপোর্টার
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৩১ বার পঠিত
জাতিসংঘের প্রধান আন্তোনিও গুতেরেস প্রায় এক বছর পর ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের বিষয়ে নিন্দা জানিয়েছেন। সাধারণ পরিষদে দেওয়া ভাষণে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনকে বিশ্বের সম্মিলিত বিবেকের প্রতি ‘অপমান’ বলে নিন্দা করেছেন।আরো পড়ুন: শাশুড়িকে নিয়ে পালিয়ে গেছেন জামাই

জাতিসংঘে ক্রেমলিনের রাষ্ট্রদূত ভ্যাসিলি নেবেনজিয়া বলেছেন, যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা গোটা বিশ্বকে যুদ্ধে নিমজ্জিত করতে প্রস্তুত।

রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে ২০০০০০ সৈন্য পাঠিয়েছিলেন আক্রমনের জন্য। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এটি সবচেয়ে বড় ইউরোপীয় আক্রমণ। জাতিসংঘের মতে, ধ্বংসাত্মক এই যুদ্ধের কমপক্ষে ৭ হাজার ১৯৯ বেসামরিক লোক মারা গেছে এবং আরো হাজার হাজার আহত হয়েছে। মার্কিন সামরিক বাহিনী বলছে, রাশিয়া এবং ইউক্রেন উভয় দেশের কমপক্ষে এক লাখ সৈন্য নিহত বা আহত হয়েছে। ১৩ মিলিয়নেরও বেশি মানুষ বিদেশে শরণার্থী হিসেবে আছে বা ইউক্রেনের অভ্যন্তরে গৃহহীন অবস্থায় আছে।গুতেরেস বলেন, ‘যুদ্ধটি আঞ্চলিক অস্থিতিশীলতাকে উস্কে দিচ্ছে এবং বৈশ্বিক উত্তেজনা ও বিভাজনে ইন্ধন জোগাচ্ছে, অন্যদিকে অন্যান্য সংকট থেকে মনোযোগ সরিয়ে দিচ্ছে এবং বৈশ্বিক সমস্যাগুলোকে চাপে ফেলছে।’
তিনি বলেন, ‘এখানে পারমাণবিক অস্ত্র ব্যবহারেরও অন্তর্নিহিত হুমকি’ আছে।

তিনি আরো বলেন, ‘এখনই সময় এসেছে এখান থেকে পিছিয়ে আসার।’ গুতেরেস বলেন, ‘সন্তুষ্টি কেবল সংকটকে আরো গভীর করবে, আমাদের নীতি এবং দায়িত্ব আস্তে আস্তে ক্ষয় করে ফেলবে। যুদ্ধ কোনো সমাধান নয়। যুদ্ধই সমস্যা। ইউক্রেনের মানুষ ভুগছে। ইউক্রেন, রাশিয়ানসহ সব মানুষের শান্তি প্রয়োজন।

ষাটটি দেশ জাতিসংঘের সনদের নীতির সঙ্গে সামঞ্জস্য রেখে, সমস্যার সমাধান করে ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠার জন্য জোর দিয়েছে। জাতিসংঘ মহাসচিব ইউক্রেন যুদ্ধের এক বছর পূর্তি সামনে রেখে বলেছেন, ‘এটা জাতিসংঘ ও আন্তর্জাতিক আইনের লঙ্ঘন।আরো পড়ুন: বরই বিক্রির সম্ভাবনা আছে ২৭ কোটি টাকার

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..