মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩, ০৪:২৬ অপরাহ্ন

 ইসরায়েলি এ অভিযানে ৮০ জনেরও বেশি ফিলিস্তিনি আহত

অনলাইন রিপোর্টার
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১০ বার পঠিত
ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরের নাবলুস শহরে ইসরায়েলি অভিযানে ১১ ফিলিস্তিনি নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছে। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। অধিকৃত পশ্চিম তীরে ২০০৫ সালের পর এটি সবচেয়ে ভয়াবহ সহিংস ঘটনা। মন্ত্রণালয় আরো জানিয়েছে, বুধবার ইসরায়েলি এ অভিযানে ৮০ জনেরও বেশি ফিলিস্তিনি আহত হয়েছে।আরো পড়ুন: সিদ্ধার্থ কিয়ারার তুমুল নাচ, ছবি ভাইরাল

ইসরায়েল এ অভিযানকে ‘সন্ত্রাসবিরোধী’ হিসেবে বর্ণনা করেছে।

এদিকে ফিলিস্তিনের শীর্ষ কর্মকর্তা হুসেইন আল শেখ একে গণহত্যা হিসেবে বর্ণনা করে তার দেশের জনগণের জন্য আন্তর্জাতিক সুরক্ষার আহ্বান জানিয়েছেন।ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, একটি অ্যাপার্টমেন্টে লুকিয়ে থাকা সন্দেহভাজন জঙ্গিদের লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে। সেনাবাহিনীও পাল্টা হামলার শিকার হয়েছে। কিন্তু কেউ হতাহত হয়নি।

জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস দখলকৃত পশ্চিম তীর এলাকার পরিস্থিতিকে বিগত বছরগুলোর মধ্যে সবচেয়ে ভয়াবহ হিসেবে বর্ণনা করে বলেছেন, উত্তেজনা আকাশ সমান এবং শান্তিপ্রক্রিয়া স্থবির  হয়ে আছে। তিনি বলেন, অবশ্যই আরো সহিংসতা প্রতিরোধ, উত্তেজনা কমানো এবং শান্তি ফিরিয়ে আনাই আমাদের অগ্রাধিকার হওয়া উচিত।

স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, যারা নিহত হয়েছে তাদের বয়স ১৬ থেকে ৭২ বছরের মধ্যে। এ ছাড়া আরো ৮২ জন লোক আহতাবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছে।এদিকে ফিলিস্তিনের রেড ক্রস সোসাইটি বলেছে, তাদের ডাক্তাররা টিয়ার গ্যাসে অসুস্থ হয়েছে এ রকম ২৫০ জন এবং বন্দুক হামলায় আহত বেশ কিছু লোককে চিকিৎসা দিয়েছে।

আরব লিগ এ অভিযানকে ‘নৃশংস অপরাধ’ হিসেবে বর্ণনা করে বলেছে, ইসরায়েলের কট্টর ডানপন্থী সরকার জঘন্য এ গণহত্যার জন্য দায়ী।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র নিড প্রাইস বলেছেন, এই পর্যায়ের সহিংতার কারণে ওয়াশিংটন খুবই উদ্বিগ্ন। ইউরোপীয় ইউনিয়নসহ ফ্রান্সও এ সহিংতায় উদ্বেগ প্রকাশ করেছে।

উল্লেখ্য, ১৯৬৭ সালে ছয় দিনের যুদ্ধে ইসরায়েল ফিলিস্তিনের অঞ্চল দখলে নেয়।

আরো পড়ুন: অস্ট্রিয়ার সেচ্ছসেবী সংগঠন এর উদ্দোগ্যে শিশু শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..