পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে র্যাঙ্ক ব্যাজ পরলেন চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।বুধবার (১২ অক্টোবর) গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে পুলিশপ্রধানকে ব্যাজ পরিয়ে দেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. আখতার হোসেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে গণভবনে নতুন আইজিপিকে রযাঙ্ক ব্যাজ পরিয়ে দেন স্বরাষ্ট্রমন্ত্রী ও জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব।বাংলাপ্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে গণভবনে নতুন আইজিপিকে র্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন স্বরাষ্ট্রমন্ত্রী ও জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব।
র্যাবের মহাপরিচালকের দায়িত্বে থাকা চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে গত ২২ সেপ্টেম্বর পুলিশপ্রধান হিসেবে নিয়োগ দেয় সরকার। ৩০ সেপ্টেম্বর পুলিশের ৩১তম মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝে নেন তিনি। এর আগে ২০২০ সালের ৮ এপ্রিল তিনি র্যাব ডিজি হিসেবে দায়িত্ব পান। তার আগে তিনি পুলিশের অপরাধ তদন্ত বিভাগ—সিআইডির প্রধান ছিলেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে গণভবনে নতুন আইজিপিকে যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন স্বরাষ্ট্রমন্ত্রী ও জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব।ছবি- ফোকাস বাংলাপ্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে গণভবনে নতুন আইজিপিকে র্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন স্বরাষ্ট্রমন্ত্রী ও জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব।ছবি- ফোকাস বাংলা
১৯৮২ সালে বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৯৮৬ ব্যাচের কর্মকর্তা হিসেবে পুলিশের সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে যোগ দেন আবদুল্লাহ আল-মামুন। ২০১৯ সালের মে মাসে তিনি অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি পান। এর আগে তিনি ঢাকা রেঞ্জের ডিআইজি ছিলেন। পুলিশে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি দুইবার ‘বাংলাদেশ পুলিশ পদক’ (বিপিএম) ও একবার ‘প্রেসিডেন্ট পুলিশ পদক’ (পিপিএম) পেয়েছেন। তাছাড়া গত বছরের ১৮ অক্টোবর চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে গ্রেড-১ পদে পদোন্নতি দেয় সরকার।
১৯৬৪ সালের ১২ জানুয়ারি সুনামগঞ্জের শাল্লা উপজেলার শ্রীহেলা গ্রামের মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন আবদুল্লাহ আল-মামুন।
আরও পড়ুন: ফুটেজ দেখে ভোট স্থগিতের সিদ্ধান্ত ইসি কীভাবে নিল: হানিফ