শনিবার, ০১ এপ্রিল ২০২৩, ০৪:১৯ অপরাহ্ন

আপনি জয়ী হতে চলেছেন জেলেনস্কিকে বাইডেন

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৬ বার পঠিত
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন কিয়েভে অঘোষিত সফরকালে বলেছেন, যত দিন সময় লাগবে, রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনকে সমর্থন করবে যুক্তরাষ্ট্র। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে তিনি আরো বলেন, ‘আপনি জয়ী হতে চলেছেন বলে আমাদের আস্থা আছে।
রাশিয়ার উদ্দেশে মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ‘ভুল’ ভেবেছিলেন যে ইউক্রেন ও তার পশ্চিমা মিত্রদের রাশিয়া ছাড়িয়ে যেতে পারে।
বাইডেনের ইউক্রেন সফরের বিষয়ে হোয়াইট হাউস এক বিবৃতিতে বলেছে, কিয়েভে বাইডেনের উপস্থিতির উদ্দেশ্য ছিল ‘ইউক্রেনের গণতন্ত্র, সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার প্রতি মার্কিন অটুট প্রতিশ্রুতি’ পুনর্নিশ্চিত করা।এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের কিয়েভ সফরের বিষয়টি পুরো বিশ্বের কাছে শেষ মুহূর্ত পর্যন্ত গোপন রাখা হলেও, বাইডেন কিয়েভে পৌঁছনোর কয়েক ঘণ্টা আগেই রাশিয়াকে এ বিষয়ে অবহিত করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..