শনিবার, ০১ এপ্রিল ২০২৩, ০৫:৩৭ অপরাহ্ন

গত ছয় বছরে এই প্রথম ইসরায়েল বিরোধীতার সমর্থন দিলো যুক্তরাষ্ট্র

অনলাইন রিপোর্টার
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৭ বার পঠিত

গত ছয় বছরে এই প্রথম জাতিসংঘে ইসরায়েল বিরোধী আনুষ্ঠানিক বিবৃতিতে সরাসরি সমর্থন দিলো যুক্তরাষ্ট্র। ওই বিবৃতিতে অধিকৃত ফিলিস্তিনে নতুন ইহুদি বসতি স্থাপনের পরিকল্পনা অবিলম্বে বন্ধের আহ্বান জানানো হয়। এই বিবৃতির ভিত্তিতে ভবিষ্যতে ইসরায়েল বিরোধী ভোটাভুটির উদ্যোগ নেওয়া হবে না; সংযুক্ত আরব আমিরাতের কাছ থেকে এমন আশ্বাস আদায়ের পরই এতে সমর্থন দেয় যুক্তরাষ্ট্র। জনমতের ভিত্তিতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে আনুষ্ঠানিক বিবৃতিটি পাশ হয়।

আরো পড়ুন: সড়ক দুর্ঘটনায় ১৪ জন নিহত হয়েছেন পাকিস্তানে

এতে বলা হয়, অধিকৃত ফিলিস্তিনে ইহুদি বসতি স্থাপনের অব্যাহত কর্মকাণ্ড ওই অঞ্চলে শান্তি স্থাপন প্রক্রিয়াকে চরমভাবে হুমকিতে ফেলছে। এ প্রসঙ্গে গত ১২ জানুয়ারি ইসরায়েলের ঘোষিত নতুন ইহুদি বসতি স্থাপন পরিকল্পনায় তীব্র উদ্বেগ ও হতাশা প্রকাশ করে নিরাপত্তা পরিষদ। সেইসঙ্গে, শান্তি বিনষ্ট হয় এমন উসকানিমূলক বক্তব্য এবং ইসলামভীতি ছড়ানোর প্রবণতার নিন্দা জানানো হয়।

এই বিবৃতিকে একতরফা বলে প্রত্যাখ্যান করেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহুর দপ্তর। তীব্র সমালোচনা করে বলা হয়, এতে যুক্তরাষ্ট্রের সমর্থন দেয়া উচিত হয়নি। সূত্র: আল জাজিরা

আরো পড়ুন: ১৪ জনের নতুন করে করোনা শনাক্ত

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..