জানা যায়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শাখা ছাত্রলীগের বগিভিত্তিক উপগ্রুপ বিজয়ের রয়েছে দুটি অংশ। এর এক অংশের নেতৃত্ব দেন শাখা ছাত্রলীগের সহসভাপতি আলামিন হোসেন এবং অন্য অংশের নেতৃত্ব দেন দেলোয়ার হোসেন। গ্রুপে আধিপত্য বিস্তার, হলের সিট দখল এবং অভ্যন্তরীণ ভাঙনে কিছুদিন ধরে উভয় পক্ষের মধ্যে খুব একটা ভালো সময় যাচ্ছিল না। এরই মধ্যে সোমবার হলের রুমের ব্যাপারে কথা বলতে গেলে আলামিনের অনুসারীরা দেলোয়ারের অনুসারীদের ধাওয়া দেয়। পরে রাত ১২টার দিকে পুষ্পস্তবক নিয়ে শহীদ মিনারের দিকে যাওয়ার সময় আলামিনের অনুসারীদের ধাওয়া করে দেলোয়ার গ্রুপ। ফলে দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। রাত পৌনে ১টার দিকে এ উত্তেজনা সংঘর্ষে রূপ নেয়। এ সময় এক পক্ষ সোহরাওয়ার্দী হল ও অপর পক্ষ কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন এলাকায় অবস্থান করছিল। উভয় পক্ষই একে অপরের দিকে মুহুর্মুহু ইটপাটকেল ছুড়তে থাকে। এ ছাড়া তখন দেশীয় অস্ত্র হাতে মহড়া দিতেও দেখা যায় তাদের। রাত পৌনে ২টার দিকে পরিস্থিতি স্বাভাবিক হয়।