মঙ্গলবার, ০৬ জুন ২০২৩, ০৭:৫০ অপরাহ্ন

মার্কিন নেতৃত্বাধীন ঘাঁটিগুলোকে বিশেষ অর্থনৈতিক অঞ্চলে রূপান্তর করবে তালেবান

অনলাইন রিপোর্টার
  • আপডেট টাইম : সোমবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৪১ বার পঠিত

আফগানিস্তানের তালেবান সরকার দেশটিতে মার্কিন নেতৃত্বাধীন বিদেশী বাহিনীর ঘাঁটিগুলো নিয়ন্ত্রণ নেয়ার সিদ্ধান্ত নিয়েছে। ঘাঁটিগুলোকে বিশেষ অর্থনৈতিক অঞ্চলে রূপান্তর করার জন্য এই সিদ্ধান্ত নেয়া হয়।

আরো পড়ুন: দাঁতের প্রধান রোগসমূহ কী?

আনাদোলু অ্যাজেন্সি এই খবর জানিয়েছি।

দেশটির অর্থনৈতিক বিষয়ক উপ-প্রধানমন্ত্রী মোল্লা আব্দুল গনি বারাদার আখুন্দ অর্থনৈতিক কমিশনের সাথে বৈঠকের সময় এই সিদ্ধান্ত নেন।

রোববার শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয় একের পর এক টুইট বার্তায় এই খবর জানিয়েছে।

মন্ত্রণালয় জানায়, ‘ধারবাহিক আলোচনার পর এই সিদ্ধান্ত নেয়া হয়েছে যে শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয় ধীরে ধীরে বিদেশী বাহিনীর ওই সামরিক ঘাঁটিগুলোর নিয়ন্ত্রণ নিবে, যাতে সেগুলো বিশেষ অর্থনৈতিক অঞ্চলে রূপান্তর করা যায়।’

মন্ত্রণালয় আরো জানায়, ‘এছাড়াও সিদ্ধান্ত হয়েছে যে রেলওয়ে কর্তৃপক্ষ এবং জ্বালানি ও পানি সম্পদ মন্ত্রণালয়ের নেতৃত্বে দুটি পৃথক কমিটি প্রকল্পগুলো চিহ্নিত করবে এবং ফলাফল অর্থনৈতিক কমিশনে জমা দেবে।’ সূত্র : মিডল ইস্ট মনিটর

আরো পড়ুন: আগামীকাল রাতে বাংলাদেশে আসছেন চন্ডিকা হাথুরুসিংহে

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..