রবিবার, ২৮ মে ২০২৩, ০৬:৪৩ পূর্বাহ্ন

উত্তর কোরিয়ার মিসাইল পরীক্ষা নিয়ে নিন্দা জানিয়েছেন: জাপান

অনলাইন রিপোর্টার
  • আপডেট টাইম : সোমবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৩০ বার পঠিত
উত্তর কোরিয়ার ছোড়া নতুন ব্যালেস্টিক মিসাইলটি গিয়ে পড়েছে জাপানের সমুদ্রে। মিসাইলটি প্রপেলার লাগানো নতুন ব্যালেস্টিক মিসাইল বলে মনে করছেন বিশেষজ্ঞরা।আরো পড়ুন: পার্বত্য জেলায় পর্যটকদের ঢল নেমেছে

এদিকে দক্ষিণ কোরিয়ার দাবি করেছে, উত্তর কোরিয়া একটি নয় দুটি মিসাইল ছুঁড়েছে। জাপান অবশ্য এখনো পর্যন্ত একটি মিসাইলের কথাই বলছে। জাপান সরকার জানিয়েছে, একটি মিসাইল জাপান এবং কোরিয়ার মধ্যবর্তী সমুদ্রে গিয়ে পড়েছে। তবে মিসাইলটি জাপানের সমুদ্রসীমার মধ্যে পড়েছে বলে দাবি।

জাপান সরকার উত্তর কোরিয়ার মিসাইল পরীক্ষা নিয়ে নিন্দা জানিয়েছেন। জাপান সরকারের একটি বিবৃতিতে জানায়, উত্তর কোরিয়ার এই পরীক্ষা জাপান এবং ওই অঞ্চলের শান্তি বিঘ্নিত করছে। যুক্তরাষ্ট্রও এই ঘটনায় নিন্দা জানিয়েছে।৪৮ ঘণ্টার কম সময়ের ব্যবধানে দেশটি দ্বিতীয়বারের মতো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল। দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী এমনটাই জানিয়েছে। যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া গতকাল রোববার যৌথ সামরিক মহড়া কারার পরদিনই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া।

আরো পড়ুন: একুশে ফেব্রুয়ারি উপলক্ষে জঙ্গি হামলার কোনো সুনির্দিষ্ট হুমকি নেই: ডিএমপি কমিশনার

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..