মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩, ০৭:৪৬ পূর্বাহ্ন

মাগুরা জেলা পুলিশ সুপারের ব্যক্তিগত গাড়িচালককে কুপিয়ে জখম

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : রবিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৭ বার পঠিত
মাদারীপুর সদর উপজেলায় ওলিউল্লাহ শেখ (৩৫) নামের এক যুবককে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষের লোকেরা। শনিবার (১৮ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে উপজেলার হাউজদী ব্রিজের কাছে এ ঘটনা ঘটে।আরো পড়ুন: মুখে গণতন্ত্রের কথা বললেও দেশে কোনো গণতন্ত্র নেই: জাতীয় পার্টির চেয়ারম্যান

আহত ওলিউল্লাহ শেখ উপজেলার পশ্চিম চরনাচনা এলাকার মৃত হোসেন শেখের বড় ছেলে। তিনি মাগুরা জেলা পুলিশ সুপার মশিউদ্দৌলা রেজার ঢাকার বাসায় ব্যক্তিগত গাড়িচালক হিসেবে চাকরি করেন।

ভুক্তভোগী ও তার পরিবার জানায়, ওলিউল্লাহ শেখের মা মনোয়ারা বেগমের পৈত্রিক সম্পত্তির ভাগের অংশ নিয়ে মামাদের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। গতকাল সকালে ওলিউল্লাহ শেখ ঢাকা থেকে ছুটিতে বাড়ি ফিরে পাশের গ্রামে খালার বাড়িতে বেড়াতে যান। রাত ১০টার দিকে খালার বাড়ি থেকে নিজ বাড়ি ফেরার পথে আক্রমণের শিকার হন। তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়।ওলিউল্লাহ শেখ বলেন, আমাকে হত্যার উদ্দেশ্য নিয়ে এই হামলা চালানো হয়েছে। আমি এ ঘটনায় সুষ্ঠু বিচার চাই।

মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী বলেন, ভুক্তভোগীর লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..