রবিবার, ২৮ মে ২০২৩, ০৬:১১ পূর্বাহ্ন

কক্সবাজারের উখিয়ায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি
  • আপডেট টাইম : রবিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৬ বার পঠিত

কক্সবাজারের উখিয়ায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে উপজেলা পর্যায়ে অবহিতকরণ ও পরিকল্পনা বিষয়ক এক সভায় আজ রোববার ( ১৯ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হয়েছে।

আরো পড়ুন: ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভুক্তভোগী ছাত্রী ক্যাম্পাসে ফিরেছেন

জাতীয় পুষ্টি সেবা ও স্বাস্থ্য বিভাগের সহযোগিতায় উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স মিলনায়নে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উখিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার রঞ্জন বড়ুয়া রাজন।

সভায় জানানো হয়, আগামীকাল ২০ ফেব্রুয়ারি সোমবার অনুষ্ঠিতব্য জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে উখিয়ায় ৪০ হাজার ৩ শত ৩৪ জন শিশুকে উচ্চক্ষমতা সম্পন্ন ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। তন্মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ৪ হাজার ৯৮৩ জন শিশুকে ১টি করে নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৩৫ হাজার ৩১৫ জন শিশুকে ১টি করে লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। তৎমধ্যে ৪৬ জন শিশু প্রতিবন্ধী রয়েছে ।

সভায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাক্তার সাজেদুল ইসলাম, উপজেলা শিক্ষা কর্মকর্তা গুলশান আক্তার উখিয়া থানার সাব-ইন্সপেক্টর মনোজ কান্তি, উপজেলা স্বাস্থ্য পরিদর্শক নুরুল ইসলাম ফরিদুল আলম, জয়নাল আবেদীন, মমতাজ আহাম্মদ জয়সেন বড়ুয়া ও পরিসংখ্যানবিদ সঞ্জয়, ইসলামিক ফাউন্ডেশনের সুপারভাইজার ইপিআই টেকনিশিয়ান বোরহানউদ্দিন সহ সাংবাদিক, ইমাম ও শিক্ষক উপস্থিত ছিলেন ।

আগামী সোমবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত উপজেলার রাজাপালং জালিয়াপালং রত্নাপালং হলদিয়া পালং ও পালং খালী ইউনিয়নে ইপিআই টিকা কেন্দ্রে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে।

আরো পড়ুন: হিলি সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..