ম্যাচের প্রথমার্ধ ছিল গোলশূন্য। ৭৮তম মিনিটে ব্রাজিলীয় উইঙ্গার ভিনিসিয়ুস জুনিয়রের পাসে গোল করে রিয়ালকে এগিয়ে দেন উরুগুইয়ান মিডফিল্ডার ফেদেরিকো ভালভার্দে। ৮৯তম মিনিটে অফসাইডের কারণে বাতিল হয় ভিনিসিয়ুসের গোল। ম্যাচের যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে স্প্যানিশ ফরোয়ার্ড আলভারো রদ্রিগেজের অ্যাসিস্টে স্কোরলাইন ২-০ করেন মার্কো আসেনসিও।