মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩, ০৮:৩৯ পূর্বাহ্ন

রিয়াল মাদ্রিদের সাথে ওসাসুনার ২-০ গোলের হার

অনলাইন রিপোর্টার
  • আপডেট টাইম : রবিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১২ বার পঠিত
স্প্যানিশ লা লিগার ম্যাচে শনিবার রাতে মুখোমুখি হয়েছিল বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ ও ওসাসুনা। ম্যাচে সহজ জয় পেয়েছে রিয়াল। প্রতিপক্ষের মাঠ থেকে ২-০ গোলের জয় নিয়ে ফিরেছে তারা।আরো পড়ুন: বিশ্বকাপ মিশনে ব্যর্থ বাংলাদেশ নারী দল

ম্যাচের প্রথমার্ধ ছিল গোলশূন্য। ৭৮তম মিনিটে ব্রাজিলীয় উইঙ্গার ভিনিসিয়ুস জুনিয়রের পাসে গোল করে রিয়ালকে এগিয়ে দেন উরুগুইয়ান মিডফিল্ডার ফেদেরিকো ভালভার্দে। ৮৯তম মিনিটে অফসাইডের কারণে বাতিল হয় ভিনিসিয়ুসের গোল। ম্যাচের যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে স্প্যানিশ ফরোয়ার্ড আলভারো রদ্রিগেজের অ্যাসিস্টে স্কোরলাইন ২-০ করেন মার্কো আসেনসিও।

এই জয়ে লা লিগার পয়েন্ট তালিকায় বার্সেলোনার সঙ্গে ব্যবধান কমিয়ে আনল কার্লো আনচেলত্তির দল। শীর্ষে থাকা বার্সার পয়েন্ট ২১ ম্যাচে ৫৬। অপরদিকে ২২ ম্যাচে ১৬ জয় ও তিন ড্রয়ে রিয়ালের পয়েন্ট ৫১। আজ রাতেই অবশ্য ব্যবধান বাড়িয়ে নিতে পারে কাতালানরা। ঘরের মাঠে কাদিজের বিপক্ষে খেলতে নামছে তারা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..