আকসাই চীন এলাকায় রেললাইন বানাচ্ছে চীন! প্রকৃত নিয়ন্ত্রণরেখার (এলিএসি) খুব কাছ দিয়ে এই রেললাইনটি তৈরি হবে। যা ভবিষ্যতে চীনের বৃহত্তর যুদ্ধ পরিকল্পনার অংশ হতে পারে। সূত্রের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম এই তথ্য জানিয়েছে।
আরো পড়ুন: কালশী ফ্লাইওভার দেখতে ‘ওয়াই’ অক্ষরের মতো
দেশটির গণমাধ্যম সংবাদ প্রতিদিন বলছে, তিব্বত প্রশাসনকে ওই রেললাইন নির্মাণের দায়িত্ব দিয়েছে চীন। সীমান্ত রেখার খুব কাছ দিয়ে ওই লাইনটি আগাগোড়া আকসাই চীনের ওপর দিয়ে যাবে বলে জানা গেছে। ২০২৫ সালের মধ্যে নতুন করে প্রায় ১৬০০ কিলোমিটার লাইন তৈরি করতে চাইছে তিব্বত প্রশাসন। এর একটা বড় অংশ আকসাই চীনের ওপর দিয়ে যাবে।
তাদের দাবি, রেললাইন নির্মাণের আগে লাদাখ সীমান্তে সেনা টহলদারিও বাড়িয়েছে চীনারা। কিছুদিন আগেই ভারতের সেনাপ্রধান জেনারেল মনোজ পাণ্ডে সেকথা স্বীকার করেছেন। চীন সীমান্তে ভারতের অবস্থা মোটেই স্বস্তিদায়ক নয়।