মাউন্ট মঙ্গানুইয়ে স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের প্রথম ইনিংসে ১৯ রান করলেও কোনো ছক্কা হাঁকাতে পারেননি বেন স্টোকস। তবে শনিবার দ্বিতীয় ইনিংসে ৩১ রানের ইনিংস খেলার পথে হাঁকিয়েছেন দুটি ছক্কা। আর এতেই রেকর্ড বইয়ে নাম লেখালেন ইংলিশ দলপতি।আরো পড়ুন: জাতীয় সংসদ নির্বাচনী বৈতরণী পার হতে তিনটি বিকল্প প্রস্তুতি
টেস্ট ক্রিকেটের ইতিহাসে স্টোকসই এখন সর্বোচ্চ ছক্কার মালিক। ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসের ৪৯তম ওভারে কিউই পেসার স্কট কুগেলেইনকে ছক্কা হাঁকিয়ে এই কীর্তি গড়েছেন স্টোকস। ইংলিশ অধিনায়ক যার রেকর্ড ভাঙলেন সেই ব্রেন্ডন ম্যাককালাম এখন ইংল্যান্ডেরই টেস্ট কোচ। কোচের সামনেই কোচের রেকর্ড ভাঙলেন ইংলিশ অলরাউন্ডার।