রবিবার, ২৮ মে ২০২৩, ০৬:৩৭ পূর্বাহ্ন

ক্যাম্পাসে ফিরেছেন নির্যাতনের শিকার ভুক্তভোগী ছাত্রী

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : শনিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৩৪ বার পঠিত
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আবাসিক হলে নির্যাতনের শিকার ভুক্তভোগী ছাত্রী ক্যাম্পাসে ফিরেছেন। শনিবার (১৮ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে বাবা ও মামাসহ ওই ছাত্রী ক্যাম্পাসে প্রবেশ করেন। দেশরত্ন শেখ হাসিনা হলে বিশ্ববিদ্যালয় ও হল প্রশাসনের গঠিত তদন্ত কমিটি তাকে নিয়ে তদন্ত কার্যক্রম শুরু করেছে। প্রতিবেদন লেখা পর্যন্ত ওই ছাত্রী হল প্রভোস্টের কক্ষে তদন্ত কমিটির সঙ্গে ছিলেন।
হলের প্রভোস্ট অধ্যাপক ড. শামসুল আলম জানান, আমরা তদন্তকাজ শুরু করেছি। হলটির প্রভোস্টের কক্ষে উপস্থিত আছেন আইন সেলের পরিচালক ও বিশ্ববিদ্যালয় তদন্ত কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. রেবা মন্ডল ও দেশরত্ন শেখ হাসিনা হল তদন্ত কমিটির আহ্বায়ক ড. আহসানুল হক। এ ছাড়াও খালেদা জিয়া হলের প্রভোস্ট অধ্যাপক ড. ইয়াসমিন আরা সাথীসহ তদন্ত কমিটির সদস্যরা।
এদিকে, ওই শিক্ষার্থীর নিরাপত্তা দিতে বিশ্ববিদ্যালয়ে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে। প্রধান ফটকে পুলিশ পাহারা লক্ষ্য করা গেছে।প্রক্টর অধ্যাপক শাহাদৎ হোসেন আজাদ বলেন, ওই মেয়ে আগেই জানিয়েছিল ক্যাম্পাসে আসছে। আমরা খোঁজ-খবর রাখছিলাম। ক্যাম্পাসে আসার পর ক্যাম্পাসের প্রধান ফটক থেকে তাকে হল পর্যন্ত পৌঁছে দিয়েছি। কাজ শেষ হলে আবারো ক্যাম্পাস গেট পর্যন্ত পৌঁছে দেবো। এছাড়া ইবি থানা পুলিশকে নিরাপত্তার বিষয়টি বলা হয়েছে। তারা প্রধান ফটকে মনিটরিং অব্যাহত রেখেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..