চীনের সুপরিচিত ধনকুবের ব্যাংকারদের একজন বাও ফ্যান নিখোঁজ হয়েছে বলে তাঁর প্রতিষ্ঠান দাবি করেছে। চীনের প্রযুক্তি খাতের বিনিয়োগে বাও একজন শীর্ষস্থানীয় ব্রোকার। তার মক্কেলদের মধ্যে রয়েছে শীর্ষস্থানীয় প্রযুক্তি কম্পানি ডিডি এবং মেইটুয়ান।আরো পড়ুন: আজ বিএনপির পদযাত্রা দেশের বিভিন্ন মহানগরে
তাঁর প্রতিষ্ঠান স্থানীয় সময় বৃহস্পতিবার এক ঘোষণায় বলেছে, চায়না রেনেসাঁ হোল্ডিংসের প্রধান নির্বাহী বাও ফ্যানের সঙ্গে গত কয়দিন ধরে যোগাযোগ করা যাচ্ছে না।
বাওকে পাওয়া যাচ্ছে না-এই ঘোষণার পরেই তার শেয়ারের দর পড়ে যায়। বাওয়ের অনুপস্থিতির সঙ্গে ব্যবসার কোনো সম্পর্ক থাকতে পারে এমন কোনো তথ্য প্রতিষ্ঠানের পরিচালনা বোর্ডের জানা নেই বলে ঘোষণায় উল্লেখ করা হয়। বাও কত দিন ধরে নিখোঁজ, সে ব্যাপারে তাঁর প্রতিষ্ঠান নির্দিষ্ট করে কিছু বলেনি। তবে চীনা বার্তা সংস্থা কাইক্সিন সূত্রের বরাত দিয়ে খবর দিয়েছে, কর্মচারীরা গত দুই দিন ধরে তার সঙ্গে যোগাযোগ করতে পারেনি।ঐ বার্তা সংস্থার খবরে বলা হয়েছে, রাষ্ট্রীয় মালিকানাধীন আইসিবিসি ব্যাংকে তাঁর আগের কাজের জন্য ওই প্রতিষ্ঠানের চেয়ারম্যান কং লিনকে কর্তৃপক্ষ গত সেপ্টেম্বর মাসে তুলে নিয়ে গেছে। চায়না রেনেসাঁ হোল্ডিংস কং-এর অবস্থা সম্পর্কেও কোনো মন্তব্য করেনি। প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে এবং প্রতিষ্ঠানের মুনাফা প্রতিবেদনেও একজন নির্বাহী হিসেবে তার নামটি সরিয়ে নেওয়া হয়েছে।
বাওয়ের এই গুম হওয়ার ঘটনা চীনা ব্যাবসায়িক নির্বাহীদের হঠাৎ নিখোঁজ হওয়ার ইতিহাসকে মনে করিয়ে দিচ্ছে।
সাময়িকভাবে গুম হয়ে যাওয়া উল্লেখযোগ্য ব্যক্তিদের মধ্যে রয়েছে, ফোসান গ্রুপের প্রতিষ্ঠাতা গুও গুয়াংচ্যাং, যাকে চীনের ওয়ারেন বাফেট বলে ডাকা হয়। ২০১৫ সালে তিনি কিছুদিনের জন্য নিখোঁজ ছিলেন। চীনা-কানাডিয়ান ব্যবসায়ী জিয়াও জিয়ানহুয়াকেও ২০১৭ সালে তুলে নেওয়া হয়েছিল। তিনি চীনের অন্যতম ধনী ব্যক্তি ছিলেন এবং দুর্নীতির দায়ে গত বছর তাকে জেলে পাঠানো হয়। চীনের শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থার সমালোচনা করার পর ২০২০ সালের শেষের দিকে আলিবাবার প্রতিষ্ঠাতা জ্যাক মাও তিন মাস নিখোঁজ ছিলেন।চীনা কারিগরি শিল্পে বাও ফ্যানকে এক বিশাল ব্যক্তিত্ব বলে মনে করা হয়। তিনি এমন অনেক ব্যবসা তৈরি করেছেন, যেগুলোর মাধ্যমে চীনের অনলাইন কনজিউমার অর্থনীতির আকার বদলে গেছে। আন্তর্জাতিক আর্থিক সংস্থা মরগান স্ট্যানলি এবং ক্রেডিট সুইসে কাজ করার পর ২০০৫ সালে তিনি চায়না রেনেসাঁ হোল্ডিংস প্রতিষ্ঠা করেন।
আরো পড়ুন: সাফল্যের রহস্য কী কুমিল্লা ভিক্টোরিয়ান্সের
এ জাতীয় আরো খবর..