শনিবার, ২৭ মে ২০২৩, ০৯:৫৬ অপরাহ্ন

সিরিয়ার হোমস প্রদেশে আইএসের হামলা

অনলাইন রিপোর্টার
  • আপডেট টাইম : শনিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৬ বার পঠিত

সিরিয়ার হোমস প্রদেশের আল-সোখনা শহরে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) হামলায় অন্তত ৫৩ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে ৪৬ জন বেসামরিক নাগরিক এবং সাত জন সেনাসদস্য রয়েছেন। তবে এ হামলার দায় এখনো স্বীকার করেনি আইএস। খবর আলজাজিরার।

আরো পড়ুন: চিঠি পৌঁছালো ১০০ বছর পর

গতকাল শুক্রবার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়ছে, নিহতদের মাথায় গুলির চিহ্ন রয়েছে। তাদের মরদেহ পালমিরা সরকারি হাসপাতালে নেওয়া হয়েছে।

বার্তা সংস্থাটি জানায়, মরুভূমিতে ট্রাফল (এক ধরনের সবজি) সংগ্রহে ভুক্তভোগীরা জড়ো হলে তাদের ওপর এ হামলা হয়। গৃহযুদ্ধে জর্জরিত সিরিয়ায় হোমস প্রদেশ দেশটির সরকার ও তাদের মিত্রদের নিয়ন্ত্রণে রয়েছে।

পালমিরা হাসপাতালের পরিচালক ওয়ালিদ ওদি বলেন, নিহতদের মধ্যে ৪৬ জন বেসামরিক নাগরিক এবং সাত সেনা সদস্য রয়েছেন। এ ছাড়া আহত পাঁচ ব্যক্তিকে অন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

হামলায় বেঁচে যাওয়া এক ব্যক্তি বার্তা সংস্থা সানাকে বলেন, আইএস যোদ্ধারা তাদের গাড়ি পুড়িয়ে দিয়েছে।

আইএস যদি এ হামলার দায় স্বীকার করে তাহলে ২০২২ সালের জানুয়ারির পর এটাই হবে তাদের সবচেয়ে প্রাণঘাতী হামলা। এর আগে গত বছরের জানুয়ারিতে কুর্দি নিয়ন্ত্রিত হাসাকেহ শহরের একটি কারাগার থেকে বন্দি আইএস যোদ্ধাদের মুক্ত করতে হামলা চালিয়েছিল জঙ্গি সংগঠনটি।

আরো পড়ুন: আজ শনিবার (১৮ ফেব্রুয়ারি) পবিত্র শবে মেরাজ

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..