বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩, ০৯:৫৪ পূর্বাহ্ন

রাজনৈতিক কর্মসূচি কিছুটা সিমিত করা দরকার: নগর পরিকল্পনাবিদ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : শনিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৪ বার পঠিত
রাজধানী ঢাকায় একাধিক রাজনৈতিক কর্মসূচিকে ঘিরে তৈরি হচ্ছে যানজট। পুরান ঢাকা, ফার্মগেট,মোহাম্মদপুর, উত্তরার সমাবেশ-পদযাত্রাস্থলের আশ-পাশের মানুষকে বেশ ভোগান্তি পোহাতে হয়। গতকাল শুক্রবার সকাল থেকেই নিজ নিজ দলের কর্মসূচিতে ব্যস্ত ছিলো আওয়ামী লীগ-যুবলীগ ও বিএনপির নেতাকর্মীরা।  এসব রাজনৈতিক কর্মসূচির কারণে এসব সড়কে তৈরি হয় যানজট।আরো পড়ুন: রুশ ও ইউক্রেনীয় সেনাবাহিনীর মধ্যে তুমুল লড়াই

ছুটির দিন হওয়ার পরও শুক্রবার সমাবেশ-পদযাত্রার আশ-পাশের রাস্তায় তৈরি হয় যানজটের ভোগান্তি। যারা ছুটির দিনে এসব এলাকায় বেরিয়েছেন তারা পড়েন নানা বিড়ম্বনায়। এদিন বেশি ভোগান্তি পোহাতে হয় নারী ও শিশু থেকে শুরু করে অসুস্থ রোগীদের। যারাই পথে বেরিয়েছেন তাদের যানজটের ভোগান্তিতে পড়তে হয়েছে।

রাজনৈতিক কর্মসূচির ফলে রাজধানীতে যানজটের বিষয়ে নিউজ টোয়েন্টিফোরকে পরিকল্পনাবিদ স্থপতি ইকবাল হাবীব বলেন, একটি নগরের নাগরিকরা মানসিক-শারীরিক ও সাংস্কৃতিক বিকাশ ছাড়া বেড়ে উঠতে পারে না। নাগরিকের বেড়ে উঠার জন্য হলেও রাজনৈতিক কর্মসূচি কিছুটা সিমিত করার পক্ষে মত দেন এই নগর পরিকল্পনাবিদ।স্থপতি ইকবাল হাবীব বলেন, এই সময়টাই মানুষ বিনোদনের জন্য ঘরের বাইরে যায় কিন্তু আমরা নাগরিকের জন্য উন্মুক্ত বিনোদনের জায়গা তৈরি করতে পারিনি। যে কয়েকটা উন্মুক্ত জায়গা আছে সেগুলোতেও যদি প্রতিনিয়ত রাজনৈতিক কর্মসূচি চলে; তাহলে এই নগরের  মানুষ কোথায় যাবে?

তিনি বলেন, বন্ধের দিনও ঢাকার রাজপথে রাজনৈতিক কর্মসূচি চলে। যে কারণে বাসা থেকে বের হলেও কবে বাসায় ফেরত আসতে পারবো তার কোনো নিশ্চয়তা থাকে না। এভাবে যে প্রজন্ম আমরা তৈরি করছি, তাদের মধ্যে রাজনীতির বিষয়ে ঘৃণা তৈরি হবে। যার কারণে তারা রাজনীতি থেকে ধুরে থাকতে চাইবে। রাজনীতি যদি জনগণের জন্য হয়ে থাকে তাহলে এরকম রাজনৈতিক কর্মসূচি কোনভাবেই কাম্য হতে পারে না বলেও মত এই পরিকল্পনাবিদের।

স্থপতি ইকবাল হাবীব বলেন,  রাজনৈতিক কর্মসূচি করলে দলগুলোর উচিত হবে প্রধান সড়ক গুলো বাদ দিয়ে কর্মসূচি দিতে হবে। এই ধরণের কর্মসূচি নির্দিষ্ট জায়গায় করা যায় কিনা সেটাও চিন্তা ভাবনার সময়ে এসেছে।আরো পড়ুন: বিপিএলে সেরা খেলোয়াড় শান্ত

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..