ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ছাত্র অধিকার পরিষদের বার্ষিক সম্মেলনে ছাত্রলীগের দুই দফা হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ছাত্র অধিকার পরিষদের ১০ জন আহত হয়েছেন।
আরো পড়ুন: অবস্থার উন্নতি হয়েছে কুমার বিশ্বজিতের ছেলের
শুক্রবার বেলা ১১টার দিকে প্রথমে রাজু ভাস্কর্যের সামনে পরে কেন্দ্রীয় মসজিদের সামনে এ হামলার ঘটনা ঘটে। এতে ছাত্র অধিকার পরিষদের সম্মেলন পণ্ড হয়ে যায়।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ ছাত্র অধিকার পরিষদ প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান ছিল টিএসসিতে। তবে ছাত্রলীগ নেতাকর্মীরা আগে থেকে টিএসসিতে অবস্থান নেয়। ছাত্র অধিকারের নেতাকর্মীরা সেখানে এলে পাল্টা স্লোগান দিতে থাকে ছাত্রলীগ। পরে ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীরা স্থান ত্যাগ করতে চাইলে মারধর শুরু করে ছাত্রলীগের নেতাকর্মীরা। ছাত্র অধিকারের নেতাকর্মীদের ওপর প্রথমে টিএসসির ডাস চত্বরে, ঢাবির কেন্দ্রীয় জামে মসজিদের সামনে দ্বিতীয় দফা হামলা চালানো হয়। হামলায় ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা ও সাধারণ সম্পাদক আরিফুল ইসলামসহ ১০ আহত হয়েছেন।
এ বিষয়ে ঢাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত বলেন, ‘এ ঘটনার কোনো কিছু আমি জানি না। আমি খোঁজ নিচ্ছি।