মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী হাওর এলাকায় কৃষকের ফসল নিরাপদে ঘরে তুলার জন্য সকল ব্যবস্থা করতে হবে। সরকার অকাল বন্যার হাত থেকে ফসল রক্ষায় স্থায়ী ব্যবস্থার চিন্তাভাবনা করছে। বাঁধ সংস্কারে কোন প্রকার অনিয়ম হলে কঠোর ব্যবস্থা নেয়া হবে। হাওরাঞ্চলে কৃষকদের ফসল ঘরে তোলার আগ পর্যন্ত পানি উন্নয়ন বোর্ডের সকল কর্মকর্তা কর্মচারীদের বিশেষ কারণ ব্যতিত ছুটি নেয়া যাবেনা। আগামী ৭ই মার্চের মধ্যে নেত্রকোনার সকল ফসল রক্ষা বাঁধ নির্মাণ কাজ সম্পন্ন করতে হবে। সেই সাথে নেত্রকোনাসহ সারাদেশে দখল হওয়া সকল নদ-নদীতে উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।
আরো পড়ুন: আগুন দেখে এক গৃহবধূ স্ট্রোক
বৃহস্পতিবার বিকেলে নেত্রকোনা জেলা প্রশাসকের কার্যালয়ে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সুশিল সমাজ ও সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে পানি সম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম এমপি এসব কথা বলেন।
জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক জিয়া আহমেদ সুমনের সভাপতিত্বে সভায় অন্যদের মাঝে বক্তব্য রাখেন-কেন্দ্রীয় আ’লীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল এমপি, পানি সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব মল্লিক সাঈদ মাহমুদ, পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদ, জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. সারোয়ার জাহান, জেলা আ’লীগের সাধারন সম্পাদক অ্যাডভোকেট সামছুর রহমান ভিপি লিটন, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. নুরুল আমিন, জেলা আ’লীগের সাবেক যুগ্ম সাধারন সম্পাদক নূর খান মিঠু প্রমূখ। আলোচনা সভার পূর্বে উপমন্ত্রী মগড়া নদীর ভাঙ্গন এলাকা পরিদর্শন করেন।