শুক্রবার, ০৯ জুন ২০২৩, ০৫:০৫ অপরাহ্ন

জাতীয় দলে তৌহিদ হৃদয়

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৪২ বার পঠিত
ঘরের মাঠে আসন্ন ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় ঘোষিত এই দলে সুযোগ পেয়েছেন চলতি বিপিএল নবম আসর মাতানো তৌহিদ হৃদয়। আগের সিরিজের দল থেকে বাদ পড়েছেন পাঁচজন।

ভারতের বিপক্ষে সর্বশেষ সিরিজের দল ছিল ১৬ জনের। এবারের দল ১৪ সদস্যের। চোট সেরে দলে ফিরেছেন নিয়মিত অধিনায়ক তামিম ইকবাল। ফিরেছেন বাঁহাতি স্পিনার তাইজুল ইসলামও। সর্বশেষ ওয়ানডে দল থেকে বাদ পড়েছেন ইয়াসির আলী, নুরুল হাসান, শরীফুল ইসলাম, এনামুল হক ও নাসুম আহমেদ।

বাংলাদেশ দল : তামিম ইকবাল (অধিনায়ক), লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন ধ্রুব, মাহমুদউল্লাহ, মেহেদি হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, এবাদত হোসেন, তাইজুল ইসলাম এবং তৌহিদ হৃদয়।

আরো পড়ুন: আজ অনুষ্ঠিত হচ্ছে বিপিএলের ফাইনাল খেলা

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..