শুক্রবার, ২৪ মার্চ ২০২৩, ০৩:২০ পূর্বাহ্ন

মুম্বাইয়ে মাথায় কংক্রিটের স্ল্যাব পড়ে প্রাণ হারিয়েছে দুই পথচারী

অনলাইন রিপোর্টার
  • আপডেট টাইম : বুধবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৩ বার পঠিত
নির্মাণাধীন বহুতল ভবন থেকে মাথায় কংক্রিটের স্ল্যাব পড়ে প্রাণ হারিয়েছে দুই পথচারী। ৪৩ তলা বাড়িটি থেকে কংক্রিটের স্ল্যাব পড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে ওই রাস্তার পাশে দাঁড় করানো একাধিক ট্যাক্সি। স্থানীয়রা আহত দুই ব্যক্তির চিকিৎসার ব্যবস্থা করলেও তাদের বাঁচানো যায়নি। বুধবার সকাল ৯টার দিকে দুর্ঘটনাটি ঘটে ভারতের মুম্বাইয়ে।

আরা পড়ুনঃ ঘুমিয়ে ঘুমিয়ে কমবে ওজন!

পুলিশ জানিয়েছে, শহরের ওরলি এলাকায় তৈরি হচ্ছে ৪৩ তলা ভবন ফোর সিজনস রেসিডেন্সি। যেটি রয়েছে ওরলির ফোর সিজনস হোটেলের কাছেই। ঘটনার সময় ভারী কংক্রিটের স্ল্যাব ক্রেনে করে ওঠানো-নামানো হচ্ছিল। সাড়ে ৯টার দিকে দুর্ঘটনাটি ঘটে। নির্মাণাধীন বহুতল ভবনের সামনের রাস্তা দিয়ে যাতায়াত করছিল সাধারণ মানুষ। আচমকা বেশ কিছু কংক্রিটের স্ল্যাব নিচে খসে পড়ে। তার মধ্যে একটি স্ল্যাব সরাসরি দুই পথচারীর মাথায় এসে পড়ে। মুহূর্তে মাটিতে লুটিয়ে পড়েন দুইজনই।

গুরুতর আহত দুই ব্যক্তিকে রাস্তায় ছটফট করতে দেখে স্থানীয়রা চিকিৎসক এবং অ্যাম্বুল্যান্স ডাকেন। যদিও ঘটনাস্থলে চিকিৎসক উপস্থিত হয়ে জানান, দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। তবে নিহতদের পরিচয় এখনো জানা যায়নি।

এদিকে দুই ব্যক্তির মৃত্যুতে বহুতল ভবন নির্মাণের ক্ষেত্রে এলাকার মানুষের নিরাপত্তার বিষয়টি সামনে চলে এসেছে। অনেকেই প্রশ্ন তুলেছেন, বহুতল ভবন নির্মাণকাজ চালানোর সময় নিচে কেন জাল বিছানো হয়নি? কিভাবে এই ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।

আরো পড়ুনঃ চবিতে শুরু হচ্ছে আন্তর্জাতিক সম্মেলন

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..