ভারতের বাজারে লঞ্চ হলো হাঙ্গেরির মোটরসাইকেল প্রস্তুতকারক ব্র্যান্ড কিওয়ে। সম্প্রতি নতুন ক্রুজার বাইক কিওয়ে ভি-ক্রুজ ১২৫ নিয়ে এলো সংস্থাটি। এর আগে ভারতের বাজারে হাঙ্গেরির এই সংস্থার তিনটি বাইক এসেছে। তবে এবার কম সিসির বাইক আনল কোম্পানি।
আরো পড়ুনঃ স্টল বরাদ্দে হাইকোর্টের আদেশ স্থগিত
নতুন বাইকটি ভি-টুইন ইঞ্জিন সহ একটি ১২৫সিসির ক্রুজার বাইক। এটি একটি চীনা আপস্টার্ট কোম্পানির একটি রিব্যাজড বেন্ডা মোটরসাইকেল। বাইকটি সামনের দিকে ৩০০ এমএম ডিস্ক ও পিছনে ২৪০ এমএম ডিস্ক স্লটেড ব্রেক রোটর, সামনে ইউএসডি ফর্ক, ইঞ্জিন ব্লক সাইজ, চেসিস, পিছনের টেলিস্কোপিক শক অ্যাবজর্বার, ১৫ লিটারের ফুয়েল ট্যাঙ্ক দেওয়া হয়েছে বাইকে।
বড় হ্যান্ডেলবার, ইনস্ট্রুমেন্ট কনসোল ক্রুজারের মতো গোল হেডলাইট রয়েছে এই বাইকে। সামনে রেডিয়েটর ও বার-এন্ড মিরর দেওয়া হয়েছে বাইকে। এছাড়াও একই রকম অ্যালয় হুইল, এক্সজস্ট রাউটিং ও এন্ড ক্যান, ব্যাটারি বক্স কভার, ফুয়েল ট্যাঙ্কের ব্র্যান্ডিং, সামনে ও পিছনের ফেন্ডার, সাবফ্রেম, রাউন্ড প্রোট্রুডিং টেইল লাইট, নম্বর প্লেট হোল্ডার দেওয়া হয়েছে বাইকটিতে।
নতুন কিওয়ে ভি-ক্রুজ ১২৫ বাইকটির সামনে ও পিছনের টার্ন ইন্ডিকেটরে রয়েছে আধুনিক ছোঁয়া। দৈর্ঘ্য ২.১২ মিটার, প্রস্থ মিটার ও উচ্চতা ১.০৫ মিটার। এর ওজন ১৪০ কেজি। ১৩.৭ বিএইচপি শক্তি ও ১৪.৪ এনএম টর্ক জেনারেট করে। বাইকটি ভারতে দান থাকছে ৩ লাখ ৮৯ হাজার টাকা। বাংলাদেশি মুদ্রায় যা ৫ লাখ ৫ হাজার ৭০০ টাকা।
আরো পড়ুনঃ যাতায়াতের পথে পৌরসভার ময়লার ভাগাড়