মঙ্গলবার, ০৬ জুন ২০২৩, ১০:৩৪ অপরাহ্ন

আদর্শ প্রকাশনীকে স্টল বরাদ্দে হাইকোর্টের আদেশ স্থগিত

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : বুধবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৯ বার পঠিত
বইমেলায় আদর্শ প্রকাশনীকে স্টল বরাদ্দে হাইকোর্টের আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগ। আজ বুধবার (১৫ ফেব্রুয়ারি) প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেন।আরো পড়ুনঃ সরকার গণমাধ্যমের স্বাধীনতার জন্য কাজ করছে: তথ্যমন্ত্রী

হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে বাংলা একাডেমির করা আবেদন নিষ্পত্তি করে এ আদেশ দেওয়া হয়। এদিন আদালতে আদর্শ প্রকাশনীর পক্ষে শুনানি করেন ব্যারিস্টার অনিক আর হক। বাংলা একাডেমির পক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন।

বাংলা একাডেমির আপত্তি তোলা তিনটি বই স্টলে না রাখার শর্তে বইমেলায় আদর্শ প্রকাশনীকে স্টল বরাদ্দ দিতে গত ৮ ফেব্রুয়ারি নির্দেশ দেন হাইকোর্ট। ওই তিনটি বই হচ্ছে, ফাহাম আব্দুস সালামের লেখা ‘মিডিয়োক্রিটির সন্ধানে’, জিয়া হাসানের ‘উন্নয়ন বিভ্রম’ এবং ফয়েজ আহমদ তৈয়্যবের ‘অপ্রতিরোধ্য উন্নয়নের অভাবনীয় কথামালা’।আদর্শ প্রকাশনীর স্বত্বাধিকারী মো. মাহাবুবুর রহমানের করা রিট আবেদনের শুনানি নিয়ে বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি মো. ইকবাল কবিরের হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন। পরে হাইকোর্টের এ আদেশ স্থগিত চেয়ে আপিল আবেদন করে বাংলা একাডেমি।

এবারের বইমেলার স্টল/প্যাভিলিয়ন বরাদ্দের তালিকা গত ১২ জানুয়ারি প্রকাশ করে বাংলা একাডেমি, যাতে ‘আদর্শ’র নাম ছিল না। এ নিয়ে সমালোচনা তৈরি হলে গত ২২ জানুয়ারি এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে আদর্শকে স্টল বা প্যাভিলিয়ন বরাদ্দের লটারির জন্য বিবেচনা না করার ব্যাখ্যা দেয়। সেখানে বলা হয়, আদর্শ থেকে প্রাকাশিত ফাহাম আব্দুস সালামের লেখা ‘মিডিয়োক্রিটির সন্ধানে’ বইটি অমর একুশে বইমেলা, ২০২৩ এর ‘নীতিমালা ও নিয়মাবলী’র ১৪ অনুচ্ছেদের ১৪.১৪, ১৪.১৫ উপ অনুচ্ছেদের পরিপন্থী। তাই মেলা পরিচালনা কমিটির সদস্যসচিব কে এম মুজাহিদুল ইসলাম অদর্শের স্বত্বাধিকারী মো. মাহবুবুর রহমানের সঙ্গে যোগাযোগ করে বইটি মেলায় প্রদর্শন না করার শর্ত দিলে মাহবুবুর রহমান তা মানতে অস্বীকৃতি জানান। যে কারণে আদর্শকে স্টল/প্যাভিলিয়ন বরাদ্দের লটারিতে অংশগ্রহণের অযোগ্য ঘোষণা করা হয়। পরে ‘মিডিয়োক্রিটির সন্ধানে’ বইটির প্রদর্শন ও বিক্রি থেকে বিরত থেকে মেলার নীতিমালা অনুসরণ করা হবে জানিয়ে আবেদন করা হয় আদর্শের পক্ষ থেকে। এর পরেও স্টল/প্যাভিলিয়ন বরাদ্দের লটারিতে আদর্শকে না রাখায় ২৪ জানুয়ারি পুনর্বিবেচনার আবেদন করেন মাহবুবুর রহমান। কিন্তু আবেদনটি খারিজ করে স্টল বরাদ্দ না দেওয়ার সিদ্ধান্তই বহাল রাখে বাংলা একাডেমি।

এরপর ২ ফেব্রুয়ারি একাডেমির সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন আদর্শের স্বত্বাধিকারী মো. মাহবুবুর রহমান। রিটের শুনানিতে ‘মিডিয়োক্রিটির সন্ধানে’ বইটির পাশাপাশি আলোচনায় আসে ‘উন্নয়ন বিভ্রম’ ও ‘অপ্রতিরোধ্য উন্নয়নের অভাবনীয় কথামালা’ বই দুটি নিয়েও আপত্তি তোলে রাষ্ট্রপক্ষ। এক পর্যায়ে বই তিনটি মেলায় প্রদর্শন ও বিক্রি করা হবে না, এই মর্মে আদর্শের কাছে লিখিত অঙ্গীকার চান আদালত। সে অঙ্গীকার দেওয়ার পর আদর্শকে প্যাভিলিয়ন বরাদ্দ দেওয়ার আদেশ দেন হাইকোর্ট।আরো পড়ুনঃ দ্বিন ও শরিয়তের পার্থক্য কী?

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..