মঙ্গলবার, ০৬ জুন ২০২৩, ১১:০৭ অপরাহ্ন

জয়া আহসানের মনও স্পর্শ করেছে বসন্ত

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৩৮ বার পঠিত
বাতাসে বসন্তের ঘ্রাণ। শীত শেষে জেগে উঠছে প্রকৃতি। হৃদয়ে আলোড়ন তুলছে বসন্ত। অভিনেত্রী জয়া আহসানের মনও স্পর্শ করেছে বসন্ত। অন্তত সামাজিক যোগাযোগ মাধ্যমে জয়া নিজেকে সেভাবেই তুলে ধরলেন। হলদে কাজ করা শাড়িতে জয়া নিজেকে করেছেন আরো মোহনীয়।আরো পড়ুনঃ ক্রোয়েশিয়ার লাভারস আইল্যান্ডের একাংশ বিক্রি হচ্ছে

রোদের সঙ্গে হলদে রং যেন আগুন রাঙা বসন্তকেই জানান দিচ্ছে। নেটিজেনরাও জয়ার সোশ্যাল হ্যান্ডেলে প্রকাশ করা ছবিতে মুগ্ধতা প্রকাশ করছেন।

এই অভিনেত্রী আরো বলেন, আমরা যদি সত্যই ভালোবাসতে শিখি, তাহলেই পৃথিবীর বেদনার বড় ছায়াটা সরে যায়। ভালোবাসা ও ফাগুন প্রসঙ্গে শুরুতেই জনপ্রিয় এই অভিনেত্রী বলেন,  কাল ছিল বসন্তের শুরু। আজ ভ্যালেন্টাইন। ভালোবাসার সঙ্গে রাখি বেঁধে রাখা দুটি দিন। কোনো একটি দিনেই সরবে ঘোষণা দিয়ে ভালোবাসার কথা হয়তো বড্ডই অকিঞ্চিৎকর। ভালোবাসা তো চিরবসন্তের মতো সব সময়ই আমাদের মনে জাগিয়ে রাখার কথা। সেটাই সঙ্গত। তবু হিংসায় উন্মত্ত এই পৃথিবীতে একটি দিনও নিজেদের ভালোবাসার প্রয়োজনের কথা, ভালোবাসার মানুষকে মনে করার কথা মন্দ কী!

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..