মঙ্গলবার, ০৬ জুন ২০২৩, ০৯:৪৬ অপরাহ্ন

রাজধানীর মুগদা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : শনিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৩৪ বার পঠিত

রাজধানীর মুগদা থেকে মোছা. তামান্না আক্তার (২৭) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের স্বজনদের বরাতে পুলিশ জানায়, ওই গৃহবধূ মায়ের সঙ্গে অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। শুক্রবার (১০ ফেব্রুয়ারি) রাতে ঘটে এই ঘটনা।

আরো পড়ুনঃ আজ আ.লীগ-বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচি

মুগদা থানার উপ-পরিদর্শক (এসআই) আবু সালেহ্ বলেন, খবর পেয়ে রাত সাড়ে ১১টার দিকে মুগদার উত্তর মান্দা ১৩ নম্বর বাসার নিচতলায় খাটের ওপর থেকে মরদেহটি উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

এসআই জানান, নিহতের স্বজনের জানিয়েছেন, ওই নারীর বিয়ে হয়েছিল। কিন্তু তিনি ডিভোর্সের পর থেকে মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। এ নিয়ে মায়ের সঙ্গে কথা কাটাকাটির একপর্যায়ে অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

নিহতের  নানা জুলহাস উদ্দিন বলেন, চার বছর আগে দীপক নামের এক ছেলের সঙ্গে বিয়ে হয় আমার নাতির। পরে তার ডিভোর্স হয়। এতে মানসিকভাবে ভেঙ্গে পড়ে সে। এ নিয়ে মা তাহমিনার সঙ্গে কথা কাটাকাটির একপর্যায়ে রাতে রুমে গিয়ে ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস দেয়। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

আরো পড়ুনঃ কিম জং উনের স্ত্রীর গলায় ক্ষেপণাস্ত্রের মালা

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..