বুধবার, ০৭ জুন ২০২৩, ০৯:৪৩ অপরাহ্ন

৮ম শ্রেণি পড়ুয়া স্কুলছাত্রীর বাল্যবিয়ের আয়োজন

চট্টগ্রাম প্রতিনিধি
  • আপডেট টাইম : শুক্রবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৩২ বার পঠিত

চট্টগ্রামের বোয়ালখালীতে এক স্কুলছাত্রীর বাল্যবিয়ের আয়োজন করায় ওই ছাত্রীর মাকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার চরণদ্বীপ ইউনিয়নে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে এ জরিমানা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলাউদ্দিন।

আরও পড়ুনঃ চট্টগ্রামের পতেঙ্গায় যুবককে কুপিয়ে হত্যা

সহকারী কমিশনার (ভূমি) মো. আলাউদ্দিন বলেন, চরণদ্বীপ ইউনিয়নের একটি বাড়িতে ৮ম শ্রেণি পড়ুয়া এক স্কুলছাত্রীর বাল্যবিয়ের আয়োজন করেছিল তার পরিবার। বৃহস্পতিবার রাতে গায়ে হলুদ অনুষ্ঠানের প্রস্তুতি চলছিল। খবর পেয়ে ওই বাড়িতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বাল্যবিয়ে বন্ধ করা হয়। পাশাপাশি বাল্যবিয়ের আয়োজন করায় কনের মা নূর জাহান বেগমকে বাল্যবিয়ে নিরোধ আইনে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া ১৮ বছরের আগে মেয়ের বিয়ে দেবেন না মর্মে অঙ্গীকারনামা আদায় করা হয়েছে।

আরও পড়ুনঃ সিরিয়া ও তুরস্কে উদ্ধারকাজ ও সহযোগিতায় ফিলিস্তিন

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..