সাবেক স্ত্রী মেলিন্ডা ফ্রেঞ্চ গেটসের সাথে সংসার করেছিলেন দীর্ঘ ২৭ বছর। বছর দু’য়েক আগেই বিবাহবিচ্ছেদের মাধ্যমে শেষ হয়েছিল ওই অধ্যায়। এবার হাওয়ায় ভাসছে নতুন খবর। শোনা যাচ্ছে, মেলিন্ডার সাথে সম্পর্কের সেই তিক্ততার রেশ এবার ভুলতে চলেছেন মাইক্রোসফটের কো-ফাউন্ডার বিল গেটস। মহা সমারোহে তার জীবনে এসে পড়েছে নতুন প্রেম। আর ওই প্রেমিকার নাম পলা হার্ড।
আরও পড়ুনঃ সিঙ্গাপুরে গেছেন বিএনপির মহাসচিব
পলার স্বামী মার্ক হার্ড ছিলেন ওরাকল সংস্থার সিইও। ২০১৯ সালে তিনি মারা যান। শোনা যাচ্ছে, গত এক বছর অর্থাৎ, ২০২২ থেকেই প্রেম করছেন বিল গেটস ও পলা। গত বছর অস্ট্রেলিয়ান ওপেন মেন’স সিঙ্গলস এর ফাইনাল ম্যাচে গ্য়ালারিতে পরস্পরের সাথে ঘনিষ্ঠ ভাবে বসে থাকতে দেখা গিয়েছিল এই জুটিকে। এখন ভাইরাল হয়েছে ওই ছবি। তবে, এক বছর ধরে সম্পর্কে থাকলেও নাকি নিজের ছেলেমেয়ের সাথে পলার পরিচয় পর্ব এখনো সারেননি বিল।
মেলিন্ডা ও বিলের তিন সন্তান রয়েছে। প্রথম জন মেয়ে জেনিফার। ২৬ বছরের জেনিফার বর্তমানে সন্তানসম্ভবা। মেজ সন্তান ২৩ বছরের রোরি এবং ছোট মেয়ে ফিবি। সূত্রের খবর, তাদের কারো সাথেই নাকি পরিচয় হয়নি পলা’র।
নেটিজেনরা বলছে, এক্কেবারে দু’য়ে দু’য়ে চার হয়ে গেছে বিল ও পলা’র অঙ্ক। দু’জনের জুটি একেবারে রাজযোটক। একজন বিবাহবিচ্ছিন্ন, অন্যজনের স্বামী সদ্যমৃত। তাছাড়া, বিল যেমন মাইক্রোসফট-এর কো-ফাউন্ডার, তেমনই পলা’রও দীর্ঘ কর্মজীবন কেটেছে বিভিন্ন সফটওয়্যাল কোম্পানির অন্দরে। পলা বর্তমানে ন্যাশনাল ক্যাশ রেজিস্টার (এনআরসি)-এর সেলস অ্যান্ড অ্যালায়েন্স ম্যানেজমেন্ট সেক্টরে কাজ করেন। এমনকি, সেবামূলক কাজ করার বিষয়েও দু’জনেরই আগ্রহ।
২০২১ সালের মে মাসে নিজেদের আলাদা হওয়ার কথা আনুষ্ঠানিকভাবে সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন বিল ও মেলিন্ডা। তবে বিবাহ বিচ্ছেদ হয়ে গেলেও বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের জন্য একসাথেই কাজ করেন এই সাবেক দম্পতি।
আরও পড়ুনঃ ধসে পড়া হোটেলের নিচে পুরো ভলিবল দল