ঢাকা কেন্দ্রীয় কারাগারে হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক কয়েদির মৃত্যু হয়েছে। মৃত কয়েদির নাম ইকবাল (৫১)। তার হাজতি নম্বর ১৭১৯/এ।
আরও পড়ুনঃ সাত হাজার কর্মী ছাঁটাই করছে ‘ডিজনি’
শুক্রবার (১০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে সাতটায় তাকে অসুস্থ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ(ঢামেক) হাসপাতালে নিয়ে এলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
উদ্ধার করে নিয়ে আসা কারারক্ষী মো. শাকিল হোসেন জানান, নিহত ব্যক্তি কেন্দ্রীয় কারাগারে সাজাপ্রাপ্ত কারাবন্দি ছিলেন। ভোরের দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে দ্রুত ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসি। এরপর চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন। তিনি আরও জানান, নিহতের হাজতি নম্বর ১৭১৯/এ। ঢাকা জেলার ডেমরা থানাধীন গোলাপবাগ এলাকার আব্দুল হান্নানের ছেলে বলে জানা গেছে।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তার সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্ত সম্পন্ন হবে।
আরও পড়ুনঃ চট্টগ্রামের পতেঙ্গায় যুবককে কুপিয়ে হত্যা