মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩, ০৫:০৬ অপরাহ্ন

তুরস্কে পৌঁছেছে বাংলাদেশের উদ্ধারকারী দল

অনলাইন রিপোর্টার
  • আপডেট টাইম : শুক্রবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৪ বার পঠিত

ভূমিকম্পে বিধ্বস্ত তুরস্কে অনুসন্ধান ও উদ্ধারকাজ পরিচালনার জন্য বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি উদ্ধারকারী দলসহ ৬০ জন সদস্য দেশটির আদানা বিমানবন্দরে পৌঁছেছেন। তাঁদের মধ্যে ফায়ার সার্ভিসের ১২ জন, ১০ জন চিকিৎসক, সেনাবাহিনীর ২৪ জন এবং ১৪ জন কেবিন ক্রু রয়েছেন।

আরও পড়ুনঃ জামিন চাইতে গিয়ে বিএনপি-ছাত্রদলের ৫ নেতা কারাগারে

আজ শুক্রবার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের গণমাধ্যম শাখার কর্মকর্তা শাজাহান শিকদার এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘তুরস্কে উদ্ধারকাজের জন্য ফায়ার সার্ভিসের ১২ সদস্যের উদ্ধারকারী দল সেনাবাহিনীর উদ্ধারকারী দলের সঙ্গে ২৪ ঘণ্টার বিমানযাত্রা শেষে আদানা এয়ারপোর্টে পৌঁছেছে। তবে এখনো উদ্ধারকাজে অংশ নিতে পারেনি। বিমানবন্দর থেকে দলটি বাসে করে ৩৫০ কিলোমিটার দূরের আদিয়ামানের উদ্দেশে রওনা হয়েছে।’

এর আগে গত বুধবার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন ফায়ার সার্ভিস সদর দপ্তরে এক প্রেস ব্রিফিংয়ে জানান, ফায়ার সার্ভিসের ৫ কর্মকর্তাসহ ১২ সদস্যের বিশেষজ্ঞ দল তুরস্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করবে। উদ্ধারকাজে ব্যবহারের জন্য আন্তর্জাতিক মানের কিছু হালকা যন্ত্রপাতি নিয়ে যাচ্ছে দলটি। পুরো দলটির নেতৃত্ব দেবেন বাংলাদেশ সেনাবাহিনীর একজন সদস্য।

আরও পড়ুনঃ বিয়ে করছেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..