পুরান ঢাকায় অভিযান চালিয়ে তিনটি বেকারিকে জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। ওই তিন বেকারিকে মোট এক লাখ ৩৭ হাজার টাকা জরিমানা করা হয়।
আরও পড়ুনঃ ছবি মুক্তির আগে হেনস্তা: সোহম
বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) এ তথ্য জানিয়েছে সংস্থাটি। এর আগে বুধবার (৮ ফেব্রুয়ারি) ওয়ারী ও সূত্রাপুর এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বিএসটিআই।
ওই সময় ওয়ারীতে আনন্দ কনফেকশনারিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। সিএম লাইসেন্স ছাড়া পাউরুটি, বিস্কুট, কেক ও ফার্মেন্টেড মিল্ক (দই) তৈরি ও বিক্রির অপরাধে এই জরিমানা গুনতে হয় প্রতিষ্ঠানটিকে। এছাড়া ডিজিটাল ওজন যন্ত্রের ভেরিফাই সনদ না থাকায় আরও ১২ হাজার টাকা জরিমানা করা হয়।
অপর অভিযানে সূত্রাপুর থানাধীন লক্ষ্মীবাজারে সিএম লাইসেন্স ছাড়া কেক, বিস্কুট, পাউরুটি উৎপাদন ও বিক্রির অপরাধে প্রিন্স অব ওয়েলসকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া ওজন ও পরিমাপ মানদণ্ড আইনে জরিমানা করা হয় আরও ২৫ হাজার টাকা।
এছাড়া একই এলাকায় অবস্থিত অপর একটি প্রতিষ্ঠান ঢাকা প্রাইম সুইটসকে মোড়কজাত সনদ ছাড়া চানাচুর, দই বিক্রি এবং বাজারজাত করার অপরাধে, এবং ওজন ও পরিমাপ মানদণ্ড আইনে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
আরও পড়ুনঃ বাংলাদেশ বেতারের নতুন মহাপরিচালক নসরুল্লাহ মোঃ ইফরান