তথ্য প্রযুক্তি মামলায় পিরোজপুরের নাজিরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব মো. আবু হাসান খানসহ পাঁচ নেতাকে করাগারে পাঠিয়েছেন আদালত।
আরও পড়ুনঃ প্রভাস-কৃতির বিয়ে আগামী সপ্তাহে
বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে জামিন আবেদন না মঞ্জুর করে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
খোঁজ নিয়ে জানা যায়, নাজিরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচীব ও সাবেক সাধারণ সম্পাদক মো. আবু হাসান খান মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিমের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দেন। সেখানে বিভিন্ন লোক কমেন্ট করেন। এ ঘটনায় ২৫ সেপ্টেম্বর ৯ জনের নামে এবং বেশ কয়েকজনকে অজ্ঞাত আসামি করে তথ্য প্রযুক্তি আইনে একটি মামলা করা হয়। ওই মামলায় জেলার কাউখালী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচীব এইচ এম দ্বীন মোহাম্মাদ কারাভোগ করেন।
জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, ৫ নেতাকে কারাগারে পাঠানোয় তীব্র নিন্দা জানাচ্ছি। শাসক দল তাদের বিরোধী মতাদর্শের লোকদের কণ্ঠরোধ করতে এমন আইন করেছে।
নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির জাগো নিউজকে বলেন, স্থানীয় মো. আল আমীন খান নামের এক শাসক দলের নেতা মামলাটি করেছিলেন। জামিন নিতে গেলে আদালত পাঁচজনকে কারাগারে পাঠিয়েছেন।
আরও পড়ুনঃ জুলায় মাস থেকে মেট্রোরেল চলবে ফজর থেকে মধ্যরাত পর্যন্ত