বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩, ১০:১৫ পূর্বাহ্ন

বাংলাদেশ বেতারের  নতুন মহাপরিচালক নসরুল্লাহ মোঃ ইফরান

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৬ বার পঠিত

নাসরুল্লাহ মো: ইরফান বাংলাদেশ বেতারের মহাপরিচালকের দায়িত্বভার গ্রহণ করেছেন। বাংলাদেশ বেতারের  নতুন মহাপরিচালক হিসেবে  নসরুল্লাহ মোঃ ইফরান দায়িত্বভার গ্রহণ করায় অভিনন্দন ও   শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ বেতার কক্সবাজার কেন্দ্রের আঞ্চলিক পরিচালক মোঃ আশরাফ কবির সহ কর্মকর্তা-কর্মচারী  শিল্পী কলাকুশলী  বৃন্দ।

আরও পড়ুনঃ ফরিদগঞ্জে ঢেউটিন ও সেলাই মেশিন বিতরণ

বাংলাদেশ বেতার কক্সবাজার কেন্দ্রের উপ- আঞ্চলিক পরিচালক সমীর চন্দ্র  বিশ্বাস স্বাক্ষরিত প্রেস  বিজ্ঞপ্তিতে উল্লেখ করেন, লক্ষ্মীপুর তথা বৃহত্তর নোয়াখালীর কৃতি সন্তান নাসরুল্লাহ মো: ইরফান।

গত বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) বাংলাদেশ বেতারের মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ করেন। বি. সি. এস (তথ্য-সাধারণ) ক্যাডারের নবম ব্যাচের এই কর্মকর্তা ১৯৯১ সালে অনুষ্ঠান সংগঠক হিসেবে সিভিল সার্ভিসে বাংলাদেশ বেতার, রংপুরে যোগদান করেন।

তিনি সুনামের সাথে বাংলাদেশ বেতারের বিভিন্ন  আঞ্চলিক কেন্দ্রে সহকারী আঞ্চলিক পরিচালক, উপ- আঞ্চলিক পরিচালক এবং আঞ্চলিক পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। বাংলাদেশ বেতার সদর দপ্তরে তিনি অত্যন্ত দক্ষতার সাথে পরিচালক (লিয়াজোঁ ও শ্রোতা গবেষণা), পরিচালক (কৃষি বিষয়ক কার্যক্রম), পরিচালক (অনুষ্ঠান), উপ-মহাপরিচালক (অনুষ্ঠান) এবং অতিরিক্ত মহাপরিচালক (অনুষ্ঠান) হিসেবে দায়িত্ব পালন করেন।

বাংলাদেশ বেতারে দায়িত্ব পালনকালে তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর রাজনৈতিক দর্শন; প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন দর্শন; পার্বত্য শান্তি চুক্তি, ডিজিটাল বাংলাদেশ গঠন; পরিবেশ সুরক্ষা; কৃষি বিপ্লব; শিশু অধিকার; নারীর ক্ষমতায়নসহ বিভিন্ন বিষয়ে অনুষ্ঠানমালা নির্মাণ, তত্ত্বাবধান ও নির্দেশনা প্রদান করেন। মূলত তাঁর হাত ধরেই বাংলাদেশ বেতার নিউ-মিডিয়ায় প্রবেশ করে।

পেশাগত জীবনে তিনি একজন দক্ষ ও অভিজ্ঞ প্রশিক্ষক। বাংলাদেশ বেতার, জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটসহ বিভিন্ন সরকারী প্রশিক্ষণ প্রতিষ্ঠানের তিনি একজন অগ্রজ প্রশিক্ষক। আন্তর্জাতিক প্রশিক্ষণ অঙ্গনেও তাঁর রয়েছে সরব পদচারণা।

তিনি যুক্তরাষ্ট্র, নেদারল্যান্ডস, ইন্দোনেশিয়া, চীন এবং ভারতে দীর্ঘমেয়াদি প্রশিক্ষণ প্রাপ্ত এবং ইন্দোনেশিয়া, চীন এবং ভারতসহ বিভিন্ন দেশে ‘কী-নোট’ স্পিকার হিসেবে সেশন পরিচালনা করেন। তাছাড়া তিনি বিভিন্ন দেশে আয়োজিত আন্তর্জাতিক গণমাধ্যম সম্মেলনে বিভিন্ন সময়ে বাংলাদেশ বেতারের প্রতিনিধিত্ব করেন।

দীর্ঘ কর্মজীবনে কাজের স্বীকৃতিস্বরূপ ২০১২ খ্রিস্টাব্দে তিনি কমনওয়েলথ পুরস্কারে ভূষিত হন। নাসরুল্লাহ মো: ইরফান-এর মত বহুমুখী প্রতিভাধর এই ব্যাক্তিত্বের বাংলাদেশ বেতারের মহাপরিচালক হিসেবে দায়িত্বগ্রহণে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ বেতার, কক্সবাজার কেন্দ্রের আঞ্চলিক পরিচালক মোহাম্মদ আশরাফ কবিরসহ কর্মকর্তা-কর্মচারি, শিল্পী ও কলাকুশলীবৃন্দ।

নাসরুল্লাহ মো: ইরফান-কে মহাপরিচালক হিসেবে পদায়ন করায় বাংলাদেশ বেতার, কক্সবাজার-এর পক্ষ থেকে সচিব, তথ্য ও সম্প্রচার   মন্ত্রণালয় তথা বর্তমান সরকারকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়।

আরও পড়ুনঃ সাত হাজার কর্মী ছাঁটাই করছে ‘ডিজনি’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..