কিশোরগঞ্জের কটিয়াদীতে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ উঠেছে বিদ্যালয় কতৃপক্ষের বিরুদ্ধে। সরকারি নিয়ম অনুসারে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত জাতীয় পতাকা উত্তোলনের নিয়ম থাকলেও উপজেলার ৮৭ নং পং মসুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রাতেও জাতীয় পতাকা উড়তে দেখা যায়। গত রোববার বিদ্যালয়ে জাতীয় পতাকা উত্তোলনের পর আর নামানো হয়নি বলে এলাকাবাসী জানান।
আরও পড়ুনঃ জিপিএ–৫ পেয়েছেন দেশসেরা আর্চার দিয়া সিদ্দিকী
জাতীয় পতাকা অবমাননার এমন ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় সচেতন মহল।
এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বুধবার ( ৮ ফেব্রæয়ারি) রাত ১১টার দিকে বিদ্যালয়ে পতাকা উড়তে দেখে স্থানীয় লোকজন সংবাদ কর্মীদের জানান । রাতের আঁধারে জাতীয় পতাকা উড়লেও বিদ্যালয় কর্তৃপক্ষ পতাকা নামানোর তাৎক্ষণিক কোনো ব্যবস্থা গ্রহণ করেনি।
স্থানীয় পল্লী চিকিৎসক মো. তাহের উদ্দিন, সাবেক ইউপি সদস্য মো. আনোয়ার হোসেন, গেন্দু মিয়া, সুজন মিয়া, মাহবুবুর রহমান, মো. হোসেন উদ্দিন, আসাদ মিয়া জানান, এই বিদ্যালয়ে কেবল বুধবার রাতেই শুধু নয় গত রোববার থেকে জাতীয় পতাকা রাতে উত্তোলন করা ছিল।
উপস্থিত লোকজন আরো জানান কোনদিনই সকালে নির্ধারিত সময়ে শিক্ষকগণ বিদ্যালয়ে আসেন না । প্রতিদিনই শিক্ষার্থীরা এসে বিদ্যালয়ের দরজা বন্ধ পেয়ে বাহিরে হইহুল্লোড় করে বেড়ায়।
এদিকে, রাতের আঁধারে জাতীয় পতাকা উত্তোলিত থাকার বিষয়টি স্বীকার করে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল হাই বলেন, আমরা ক্রীড়া প্রতিযোগিতা চলে গিয়েছিলাম । সবাই না দেখে ভুলবশত চলে গিয়েছি। পতাকা নামানোর বিষয়টি কারোর নজরে আসেনি ।
উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. আফজাল হোসেন খন্দকার বলেন, প্রাথমিক বিদ্যালয়ে রাতে পতাকা উত্তোলিত থাকার বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। অভিযোগ প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুনঃ ‘আফটারশক’ ও ‘ফোরশক’ কেন হয়