শেরপুরে হত্যা মামলায় দুজনের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
আরও পড়ুনঃ বিপিএলে আবারও রংপুরের জয়
বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. আব্দুস সবুর এ আদেশ দেন।দণ্ডপ্রাপ্তরা হচ্ছেন- নালিতাবাড়ী উপজেলার তোয়ালকুচি গ্রামের নুরুল ইসলাম নুরুর ছেলে বাবুল মিয়া (৩৫) ও একই গ্রামের মৃত মতলবের ছেলে মনু (৫২)। অভিযোগ প্রমাণিত না হওয়ায় অপর ৯ আসামিকে খালাস দেওয়া হয়েছে।
ওই ঘটনায় একইদিন রাতে জুলহাস উদ্দিনের ছেলে মো. মনিরুজ্জামান বাদী হয়ে বাবুল ও মনুসহ ১৯ জনকে আসামি করে মামলা করেন। দীর্ঘ তদন্ত শেষে ২০১৯ সালের ১৮ আগস্ট সব আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পরিদর্শক সৈয়দ মঈনুল হোসেন। পরে ১১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন হয়। বিচারিক পর্যায়ে বাদী, চিকিৎসক, তদন্তকারী কর্মকর্তাসহ ১৬ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করা হয়।
আরও পড়ুনঃ জাপায় কাদের-রওশন দ্বন্দ্ব