নেত্রকোনা জেলা প্রশাষক অঞ্জনা খান মজলিশের দিকনির্দেশনায় বুধবার বিকেলে সদর উপজেলার ঠাকুরাকোনা রেলস্টেশন সংলগ্ন এলাকায় অবৈধ মজুদ বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে।
আরও পড়ুনঃ ৪০ হাজার ইভিএমে ত্রুটি পাওয়া গেছে
জানা গেছে, সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহমুদা আক্তারের নেতৃত্বে বিশেষ অভিযানে অবৈধভাবে মজুদকৃত ৬ লাখ টাকামূল্যের ১২১ বস্তা চিনি, অনুমোদনবিহীন টেস্টি স্যালাইন, মেয়াদোত্তীর্ন জুস ও সম্পাপ্রি জব্দ করা হয়।
এ সময় ভ্রাম্যমান আদালতের বিজ্ঞ বিচারক সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহমুদা আক্তার মেয়াদোত্তীর্ন পন্য ধ্বংস, চিনি ও স্যালাইন স্থানীয় চেয়ারম্যানের জিম্মায় রাখা এবং অনুপস্থিত থাকায় অভিযুক্তের বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে নিয়মিত মামলা দায়েরের জন্য নেত্রকোনা মডেল থানার অফিসার ইনচার্জকে (ওসি) নির্দেশনা প্রদান করেছেন।