শুক্রবার, ২৪ মার্চ ২০২৩, ০২:৩০ পূর্বাহ্ন

গৌরীপুরে মাদকসেবীকে দণ্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত

ময়মনসিংহ প্রতিনিধি
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৭ বার পঠিত

ময়মনসিংহের গৌরীপুরে মাদকসেবীকে দণ্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার বিকেলে এ দণ্ড প্রদান করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্র্যাট ফৌজিয়া নাজনীন।

আরও পড়ুনঃ তুরুস্কে প্রাণহানি ছাড়াল ১১ হাজারের বেশি

আদালতসূত্রে জানা গেছে, হেরোইন সেবন ও সেবনের উদ্দেশ্যে সংরক্ষণ করায় উপজেলার লক্ষীনগর গ্রামের মৃত নাজমুল ইসলামের ছেলে মোঃ ইয়াছিন মিয়া (৩২) কে৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড, ফুলবাড়ীয়া গ্রামের মৃত ইদ্রিস আলীর ছেলে মাসুদ রানা (৪০) কে ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও বীর আহাম্মদপুর গ্রামের মোঃ আঃ হেলিমের ছেলে নাছির উদ্দিন নাসু (২৮) কে ৪ মাসের বিনাশ্রম দণ্ড ও গাঁজা সেবন ও সেবনের উদ্দেশ্যেবাঙ্গুরীহাটি গ্রামের মৃত রুস্তম আলীর ছেলে সুরুজ আলী (৫৯) কে ৫ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। এছাড়াও প্রত্যেককে ১ হাজার টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়। অর্থ অনাদায়ে প্রত্যেককে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে এ আদালত।

আদালত পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ময়মনসিংহ ‘খ’ সার্কেলের উপ-পরিদর্শক চন্দন গোপাল সূরের নেতৃত্বে একটি সঙ্গীয় টীম।

উপজেলা নির্বাহী অফিসার ফৌজিয়া নাজনীন বলেন, মাদক নির্মূলে এ অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুনঃ প্রভাস-কৃতির বিয়ে আগামী সপ্তাহে

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..