মঙ্গলবার, ০৬ জুন ২০২৩, ১০:৪০ অপরাহ্ন

শামীম হাসান সরকার ও অহনা রহমানের প্রেমের গুঞ্জন

অনলাইন রিপোর্টার
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৩৫ বার পঠিত

ছোটপর্দার জনপ্রিয় জুটি শামীম হাসান সরকার ও অহনা রহমানের প্রেমের গুঞ্জন ছড়িয়েছে বেশ আগে। এবার সেই গুঞ্জনের পালে হাওয়া লাগল অহনার জন্মদিনে শামীমের আদরমাখা শুভেচ্ছায়।

আরও পড়ুনঃ আখাউড়ায় অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার

গতকাল বুধবার (৮ ফেব্রুয়ারি) ছিলো অহনার জন্মদিন। এ দিন সামাজিক মাধ্যমে শামীম লিখেছেন, ‘আমি বিশ্বাস করি সব মানুষের সঠিক সময়ে সঠিক মানুষের সঙ্গে পরিচয় হয়। আমি তোমার ভক্ত ছিলাম, এখনও আছি। কিন্তু আমার সৌভাগ্য আমি আমার যোগ্যতার কারণে তোমার পাশে দাঁড়িয়ে অভিনয় করার সুযোগ পেয়েছি, তোমার বন্ধু হতে পেরেছি। অভিনেত্রী হিসেবে এমনিতেই তোমার অভিনয়ে মুগ্ধ ছিলাম। মানুষ হিসেবে তোমার সঙ্গে পরিচিত হওয়ার পর আরও মুগ্ধ হয়ে যাই।’

তিনি আরও বললেন, ‘তুমি দারুণ একটা মানুষ! সবার জন্য তোমার যে আন্তরিকতা এবং চিন্তাভাবনা, সেটা আমাকেও বদলাতে সাহায্য করেছে। আমি তোমার কাছে আজীবন কৃতজ্ঞ থাকব। তোমার সঙ্গে আমার এই যাত্রা টিকে থাকুক। তুমি অনেক দীর্ঘজীবী হও, উজ্জ্বল নক্ষত্র হয়ে জ্বলে থাকো এই দোয়া করি। অনেক ভালোবাসি তোমাকে আমি। তোমার জন্য সবসময় শুভ কামনা।’

অহনার সঙ্গে প্রেমের সম্পর্ক কখনও স্বীকার করেননি শামীম। অহনাও কিছু বলেননি। তাদের মধ্যে যে সম্পর্ক চলছে, সেটাকে ‘প্রেম’ বলতে চান না তারা। এই সম্পর্ক বিয়ে অবধি গড়ায় কি না—সেটাই এখন দেখার বিষয়।

আরও পড়ুনঃ তুরুস্কে প্রাণহানি ছাড়াল ১১ হাজারের বেশি

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..