বুধবার, ০৭ জুন ২০২৩, ০৯:১১ অপরাহ্ন

কেমন আছে সেই বাবা-মা হারানো সদ্য জন্ম নেওয়া শিশুটি

অনলাইন রিপোর্টার
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৭ বার পঠিত

চারদিকে ধ্বংসস্তূপ আর লাশের ছড়াছড়ি। তার ভেতর থেকে নবজাতকের কান্নার আওয়াজ। পাশেই থেঁতলে পড়ে আছে মায়ের নিথর দেহ। তখনো মায়ের নাড়ির সঙ্গে যুক্ত ছিল শিশুটির ‘অ্যাম্বিলিকাল কর্ড’।

আরও পড়ুনঃ পরাজয়ের দ্বার প্রান্তে রয়েছে ইউক্রেন: দিমিত্রি মেদভেদেভ

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, উদ্ধারকর্মীরা স্তূপ থেকে টেনে বের করছে শিশুটিকে। সিরিয়ার কাতামায় উদ্ধারকৃত শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়।

বাবা-মা হারানো সদ্য জন্ম নেওয়া কথিত ‘মিরাকেল বেবি’টি এখন ভালো আছে বলে জানিয়েছেন তার চিকিৎসক। সোমবার ভোররাতে ভূমিকম্প আঘাত হানলে বাড়ি ধসে পড়ে। ধসে পড়ার পর শিশুটির জন্ম দেন মা আফরা আবু হাদিয়া।

পরে তিনি মারা যান। মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেছেন একজন ডাক্তার ও তাদের আত্মীয়-স্বজন। ভূমিকম্পের ১০ ঘণ্টারও বেশি সময় পর সোমবার বিকালে নবজাতককে উদ্ধার করা হয়। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া উদ্ধারের ভিডিওতে দেখা যায়, উদ্ধার করা শিশুটির গায়ে কাপড় ছিল না। ধুলাবালিতে সাদা হয়ে গেছে। তাকে দৌড়ে নিয়ে আসছেন উদ্ধারকর্মীরা। তখনো তার নাভির কর্ড ঝুলছিল। আরেকজন কর্মী এসে তার গায়ে একটি কাপড় জড়িয়ে দেয়। তাকে নিকটবর্তী শহর আফরিনের একটি শিশু হাসপাতালে ভর্তি করা হয় ও ইনকিউবেটরে রাখা হয়। শিশুটির চিকিৎসা করেন ডা. হানি মারুফ।

তিনি জানান, ঠান্ডা আবহাওয়ায় শিশুটির শরীরের তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াসে নেমে গিয়েছিল। বর্তমানে শিশুটি স্থিতিশীল অবস্থায় আছে। তিনি জানান, ‘কন্যাসন্তানটি জন্ম দেওয়ার আগে আবু হাদিয়া অবশ্যই সজ্ঞানে ছিলেন। বাচ্চাটি জন্মের পর তিনি মারা গেছেন।’ তার অনুমান, শিশুটি উদ্ধারের কয়েক ঘণ্টা আগেই তার জন্ম হয়েছে। ভূমিকম্পের আগে জন্মালে ঠান্ডায় শিশুটি বেঁচে থাকত না।

আরও পড়ুনঃ ভয়াবহ ভূমিকম্পে নিহতদের গণকবর দেওয়া হচ্ছে

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..