শুক্রবার, ২৪ মার্চ ২০২৩, ০২:৩৫ পূর্বাহ্ন

পাবনা প্রেসক্লাবের সাবেক সভাপতির মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্মরণ সভা

পাবনা প্রতিনিধি
  • আপডেট টাইম : বুধবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৯ বার পঠিত

পাবনা প্রেসক্লাবের সাবেক সভাপতি এড. মুহাম্মদ মহিউদ্দিনের ১ম এবং প্রেসক্লাবের অন্যতম সদস্য বিশিষ্ট সাংবাদিক ও শিক্ষাবিদ অধ্যক্ষ আমিরুল ইসলামের ১৪ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্মরণ সভা অনুষ্ঠিত হয়।

আরও পড়ুনঃ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

বুধবার  (৮ ফেব্রুয়ারি) দুপুরে শহরের আব্দুল হামিদ রোডের আখতারুজ্জামান টাওয়ারের ৫ম তলায় মিডিয়া সেন্টারে প্রেসক্লাবের সাবেক সিনিয়র সহ-সভাপতি কামাল সিদ্দিকী‘র সঞ্চালনায় এবং সাবেক সিনিয়র সহ-সভাপতি আখতারুজ্জামান আখতারের সভাপতিত্বে স্মরণ সভায় সূচণা বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সম্পাদক আঁখিনুর ইসলাম রেমন।

স্মরণ সভায় অতিথি হিসেবে বক্তব্য দেন সরকারী এডওয়ার্ড কলেজের সাবেক ভাইস প্রিন্সিপ্যাল অধ্যাপক শহীদ মোঃ ইব্রাহিম, সরকারী মহিলা কলেজের সহযোগী অধ্যাপক কথা সাহিত্যিক আখতার জামান,  প্রেসক্লাবের জ্যেষ্ঠ সদস্য দৈনিক চাঁদনী বাজার পত্রিকার ব্যুরো পরিচালক এইচ, কে,এম আবুবকর সিদ্দিক, প্রয়াত মহিউদ্দিনের সহধর্মীনি নওরোজ আরা বেগম, প্রয়াত আমিরুল ইসলামের সন্তান সিটি কলেজের অধ্যক্ষ সুজন মাহমুদ ও কন্যা লিমন আমীর।

বক্তারা বলেন, প্রয়াত মহিউদ্দিন ও আমিরুল ইসলাম ছিলেন সৎ, নির্ভেজাল ভদ্রলোক। তাদের শিক্ষকতা ও আইন পেশা এবং সাংবাদিকতার জীবণ ছিলো সততাতে ভরপুর। প্রয়াত এই দু‘জন ব্যক্তি হতে পারে আগামী প্রজন্মের জন্য উদাহরণ, অনুসরণ, অনুকরণীয়। সভার শুরুতে তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।

আরও পড়ুনঃ খেলার মাঠের জমি নিয়ে বিরোধ

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..