বুধবার, ০৭ জুন ২০২৩, ১১:০২ অপরাহ্ন

খেলার মাঠের জমি নিয়ে বিরোধ

খুলনা প্রতিনিধি
  • আপডেট টাইম : বুধবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৩২ বার পঠিত

খুলনার পাইকগাছা থানার বঙ্গবন্ধু চত্ত্বর সংলগ্ন খেলার মাঠের জমি নিয়ে সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ শাহাদাৎ হোসেন বাচ্চু’র সাথে বিরোধ সৃষ্টি হয়েছে। নালিশী এ সম্পত্তি থানার তত্বাবধায়নে ভলিবল খেলার মাঠ হিসেবে ব্যবহৃত হয়ে আসছে।

আরও পড়ুনঃ হোয়াটসঅ্যাপে কুপ্রস্তাব, স্ক্রিনশট ফাঁস করে হুঁশিয়ারি অভিনেত্রীর

অপরদিকে মুক্তিযোদ্ধা শেখ শাহাদাৎ হোসেন বাচ্চু নিলাম সূত্রে দাবীদার হিসেবে দাবী করে আসছে। বুধবার সকালে মুক্তিযোদ্ধার পক্ষ থেকে নালিশী জমিতে কাজ শুরু করলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ঘটনাস্থল পরিদর্শন করে কাজ বন্ধ রেখে প্রয়োজনীয় কাগজপত্র পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নিবেন বলে জানিয়েছেন ইউএনও মমতাজ বেগম।

উল্লেখ্য, পাইকগাছা থানার প্রধান ফটকের সামনে শিবসা নদীর ধারে কিছু জমি দীর্ঘদিন পতিত অবস্থায় পড়ে ছিল। পরে থানা থেকে উক্ত জমির একপাশে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি স্থাপনের মাধ্যমে বঙ্গবন্ধু চত্বর করা হয়। আরেক পাশে ভলিবল খেলার মাঠ তৈরী করা হয়। যেখানে থানার স্টাফরা প্রতিদিন খেলাধুলা করে।

এদিকে সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ শাহাদাৎ হোসেন বাচ্চু খেলার মাঠের জমি নিলাম সূত্রে তিনি দাবীদার উল্লেখ করে বুধবার সকালে সেখানে নির্মাণ কাজ করার চেষ্টা করেন।

বিষয়টি জানতে পেরে ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম, সিনিয়র সহকারী পুলিশ সুপার (ডি- সার্কেল) মোঃ সাইফুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মোঃ আরাফাত হোসেন, ওসি জিয়াউর রহমান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ কামরুল হাসান টিপু।

ঘটনাস্থল পরিদর্শন করে সাময়িক কাজ বন্ধ রেখে প্রয়োজনীয় কাগজপত্র দেখে বিষয়টি সমাধান করা হবে বলে জানান ইউএনও মমতাজ বেগম।

আরও পড়ুনঃ কবরে প্রশ্ন করা হবে না যাদেরকে

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..