শুক্রবার, ২৪ মার্চ ২০২৩, ০৩:৩৮ পূর্বাহ্ন

মা বকাঝকা করায়, গলায় ফাঁস দিলো কিশোর

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : বুধবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৫ বার পঠিত

পোশাক কারখানার কর্মী মো. তুষার (১৪)। ঠিকমতো কাজে না যাওয়ায় এ কিশোরকে বকাঝকা করেন তার মা লাইলী বেগম। এতে অভিমানে নিজের কক্ষে সিলিং ফ্যানের সঙ্গে গামছা দিয়ে গলায় ফাঁস দেয়।

আরও পড়ুনঃ পাস ও জিপিএ-৫ এ এগিয়ে মেয়েরা

বুধবার (৮ ফেব্রুয়ারি) রাজধানীর কামরাঙ্গীরচর মুন্সিহাটি এলাকায় এ ঘটনা ঘটে। দ্রুত তাকের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাপসাতালে নেওয়া হয়। সেখানে নেওয়ার পর দুপুর পৌনে ২টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃত তুষার চাঁদপুরের হইনচর থানার মো. লিটন মিয়ার ছেলে। পরিবারের সঙ্গে সে কামরাঙ্গীরচরের মুন্সিহাটি এলাকায় ভাড়া বাসায় থাকতো। কান্নাজড়িত কণ্ঠে তুষারের মা লাইলী বেগম জাগো নিউজকে বলেন, ‘আমার তিন পোলা। অভাবে পড়ে এ পোলারে (তুষার) লেখাপড়া করাতে পারি নাই। মুন্সিহাটির একটি কাপড়ের কারখানায় কাজে দিছিলাম। ঠিকমতো কাজে যেতো না ও। এজন্য একটু বকাঝকা করেছিলাম। এতে আমার ওপর অভিমান করে গলায় ফাঁস দিয়েছে ও।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

আরও পড়ুনঃ অবশেষে গাঁটছড়া বেঁধেছেন বলিউডের জনপ্রিয় দুই তারকা সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানি

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..