১৯৩০ থেকে ২০৩০- ঠিক ১০০ বছর। বিশ্বকাপ ফুটবলের শতবর্ষ উদযাপন হবে ২০৩০ সালে। বিশ্বকাপ আয়োজনেরও বছর তখন। শতবর্ষী এই বিশ্বকাপ আসরটি যৌথভাবে আয়োজন করতে চায় লাতিন আমেরিকার চারটি দেশ আর্জেন্টিনা, উরুগুয়ে, প্যারাগুয়ে এবং চিলি।
আরও পড়ুনঃ অবশেষে গাঁটছড়া বেঁধেছেন বলিউডের জনপ্রিয় দুই তারকা সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানি
১৯৩০ সালে প্রথম বিশ্বকাপেরও আয়োজক ছিলো উরুগুয়ে। সেবার চ্যাম্পিয়নও হয়েছিলো তারা। ফাইনালে উরুগুয়ে মুখোমুখি হয়েছিলো আর্জেন্টিনার। ফাইনালে আর্জেন্টিনাকে ৪-২ গোলে হারিয়েছিলো উরুগুয়ে।
শতবর্ষের ব্যবধানে বিশ্বকাপের পরিধি আরও বেড়েছে। শুধু তাই নয়, বর্তমানে ৩২ দল নিয়ে যে বিশ্বকাপ হয়, ২০২৬ সালে সেই ফরম্যাটও পরিবর্তন হয়ে যাচ্ছে। বিশ্বকাপ আয়োজন হবে ৪৮টি দেশ নিয়ে। ১৯৩০ সালে প্রথম বিশ্বকাপে অংশগ্রহণকারী দেশ ছিল ১৩টি।
এবার সেই উরুগুয়ে আর এককভাবে বিশ্বকাপের আয়োজন করতে সক্ষম নয়। এমনকি ৪৮ দেশের বিশ্বকাপ এককভাবে অন্য কারো পক্ষেও আয়োজন করা সম্ভব হচ্ছে না। যৌথভাবে কয়েকটি দেশ মিলেই বিশ্বকাপের আয়োজক হওয়ার আবেদন করছে ফিফায়।
লাতিন আমেরিকান ফুটবল কনফেডারেশনের (কনমেবল) প্রেসিডেন্ট আলেহান্দ্রো ডোমিঙ্গেজকে নিয়ে উপরোক্ত চারটি দেশের ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্টরা একসঙ্গে আবেদন জমা দেন ফিফার সদর দপ্তরে। একসঙ্গেই তারা ঘোষণা দিয়েছে, ‘যেখানে ফুটবলের জন্ম হয়েছে, শতবর্ষে সেখানেই একে ফিরিয়ে নিতে চাই।’কনমেবলের প্রেসিডেন্ট আলেহান্দ্রো ডোমিঙ্গেজ বলেন, ‘২০৩০ বিশ্বকাপটা শুধুমাত্র একটি বিশ্বকাপিই নয়, এটা এই বিশ্বকাপের ১০০ বছর পূর্তি হিসেবে স্বীকৃতি পাবে। শতবর্ষী বিশ্বকাপ হিসেবে এই বিশ্বকাপকে ঘিরে উদ্যাপন হওয়া উচিত। ফিফা দক্ষিণ আমেরিকাকে বিশ্বকাপ আয়োজনের সুযোগ দিয়ে মহত্ত্বের পরিচয় দিতে পারে।’
যৌথভাবে চার দেশের বিশ্বকাপ আয়োজক হওয়ার ঘোষণা দেয়ার জন্য আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আয়ার্সের এজেইজায় একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানেই কথা বলছিলেন আলেহান্দ্রো ডোমিঙ্গেজ। তিনি বলেন, ‘আমরা ফিফাকে বোঝাতে সক্ষম হয়েছি যে শতবর্ষ আগের স্মৃতিকে সম্মান জানানোর বিষয়টা।’
২০৩০ বিশ্বকাপের স্বাগতিক হতে চায় ইউরোপের স্পেন এবং পর্তুগাল। ইউরোপের এ দুই দেশ যৌথভাবে আসরটি আয়োজন করতে চাওয়ার ঘোষণা দিয়েছে আগেই। আরও একটি প্রতিদ্বন্দ্বী রয়েছে। মরক্কো এবং সৌদি আরবও। তারাও এই লড়াইয়ে যোগ দিতে যাচ্ছে সেটাও অনেকটা নিশ্চিত। ২০৩০ বিশ্বকাপের আয়োজক নির্ধারিত হবে ২০২৪ সালে।সর্বশেষ ২০১৪ সালে দক্ষিণ আমেরিকায় বিশ্বকাপ হয়েছিল। আয়োজক ছিল ব্রাজিল।