বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩, ১০:৪৫ পূর্বাহ্ন

দেশকে ১৭টি প্রদেশে ভাগ করার প্রস্তাব দিলেন: ডা. জাফরুল্লাহ চৌধুরী

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : বুধবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৭ বার পঠিত

দেশকে ১৬ থেকে ১৭টি প্রদেশে ভাগ করে প্রদেশের কাছে ক্ষমতা বিকেন্দ্রীকরণ করর প্রস্তাব দিয়েছেন ভাসানী অনুসারী পরিষদের প্রধান উপদেষ্টা ও গণস্বাস্থ্য কেন্দ্রের অন্যতম প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী। আজ বুধবার ভাসানী অনুসারী পরিষদের উদ্যোগে স্বাধীনতা ও মুক্তিসংগ্রামের অবিসংবাদিত নেতা ভাসানীর কাগমারী সম্মেলন দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

আরও পড়ুনঃ ধ্বংসস্তূপের ভেতর থেকে ভয়ার্ত ছেলের প্রশ্ন ‘মা তুমি ঠিক আছো?

জাফরুল্লাহ চৌধুরী বলেন, বর্তমানে যে শাসন কাঠামো আছে তা দিয়ে জনগণের অধিকার ও সুশাসন নিশ্চিত করা সম্ভব নয়। তাই দেশকে ১৬ থেকে ১৭টি প্রদেশে ভাগ করতে হবে। যেখানে প্রত্যেক প্রদেশে মুখ্যমন্ত্রী থাকবেন, হাইকোর্ট থাকবে। তাহলেই ভারসাম্য রক্ষা হবে। এছাড়া পরিবর্তন হবে না।

জাফরুল্লাহ চৌধুরী আরও বলেন, বাজারে পৌঁছার আগেই জিনিসের দাম বেড়ে যাচ্ছে। অথচ তা নিয়ন্ত্রণ করা হচ্ছে না। বাংলাদেশে যদি গণতন্ত্র থাকত তাহলে রাষ্ট্রপতি নির্বাচনে আওয়ামী লীগের দলীয় কাউন্সিলকে একজনকে দায়িত্ব দেওয়া হতো না। এই সরকারকে ক্ষমতায় রেখে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। তাই রাস্তায় থাকতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকী বলেন, যখন আমরা সংকটে পড়ি তখন ইতিহাসের কাছে ফিরে যাই। কোনো দল যখন তার আদর্শ ও নীতি থেকে সরে গেছে তখন সেই দল থেকে ভাসানীও সরে গেছেন। ৭২ সালের সংবিধানে জনগণের অধিকারের কিছু কথা থাকলেও তা কেড়ে নেওয়ার ব্যবস্থাও আছে। এক ব্যক্তিকে, প্রধানমন্ত্রীকে যে ক্ষমতা দেওয়া আছে তাতে জনগণের অধিকার আদায়ের ক্ষেত্রগুলো ব্যর্থ করে দিয়েছে। স্বৈরাচারী কাঠামোর সংবিধানের পরিবর্তন করা না গেলে জনগণের স্বার্থ রক্ষা করা। আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন সংগঠনের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবুলসহ অন্যরা।

আরও পড়ুনঃ সিদ্ধার্থ-কিয়ারা—কার সম্পত্তির পরিমাণ বেশি

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..