মঙ্গলবার, ০৬ জুন ২০২৩, ১০:৩৪ অপরাহ্ন

অবশেষে গাঁটছড়া বেঁধেছেন বলিউডের জনপ্রিয় দুই তারকা সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানি

অনলাইন রিপোর্টার
  • আপডেট টাইম : বুধবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৩০ বার পঠিত

দীর্ঘদিন প্রেমের সম্পর্কে থাকার পর অবশেষে গাঁটছড়া বেঁধেছেন বলিউডের জনপ্রিয় দুই তারকা সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানি। স্থানীয় সময় গতকাল মঙ্গলবার জয়সলমেরের সূর্যগড় প্যালেসে বসে এই বিয়ের আসর। সেখানে বিয়ের সাক্ষী ছিলেন কেবল তাদের কাছের মানুষরা। অবশেষে প্রকাশ্যে এসেছে এই নবদম্পতির বিয়ের ছবি।

আরও পড়ুনঃ সবার আগে যেভাবে জানবেন এইচএসসি ফল

ভারতের আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, বলিউডের অন্য তারকাদের মতোই সিদ্ধার্থ-কিয়ারাও নিজেদের বিয়েতে গোপনীয়তা বজায় রেখেছিলেন। বিয়ের ছবি যাতে কোনোভাবেই আগাম ফাঁস না হয়ে যায়, সে নিয়ে অতি সতর্ক ছিলেন তারা। তাই বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হওয়ার পরও তাদের কোনো ছবি প্রকাশ্যে আসেনি।

অবশেষে মঙ্গলবার রাত সাড়ে ১০টা নাগাদ ইনস্টাগ্রামে বিয়ের ছবি প্রকাশ করলেন এই তারকা দম্পতি। বিয়ের ছবি পোস্ট করে কিয়ারা লিখেছেন, ‘অব হামারি পার্মানেন্ট বুকিং হো গ্যয়ি হ্যায়।’

একই কথা লিখেছেন সিদ্ধার্থও। তিনি লিখেছেন, ‘এবার আমাদের স্থায়ী নিবন্ধন হয়ে গেছে।’ জীবনের নতুন ইনিংসের জন্য সকলের কাছ থেকে আশীর্বাদ এবং ভালোবাসা চেয়েছেন এই তারকা জুটি।মুহূর্তেই সেই ছবিগুলো ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

ছবিগুলোতে দেখা যাচ্ছে, গোলাপি রঙের লহেঙ্গায় নজর কেড়েছেন কিয়ারা। নায়িকার গলায় শোভা পেয়েছে পান্না ও হিরের নেকলেস। আর সিদ্ধার্থের পরনে অফ হোয়াইট রঙের শেরেওয়ানি। বেশ হাস্যোজ্জ্বলভাবেই বিয়ের পিঁড়িতে বসেছেন তারা।

বিয়েতে শহিদ কাপুর, মিরা রাজপুত, করন জোহর, মনীশ মালহোত্রাসহ বলিউডের সব জনপ্রিয় তারকারা উপস্থিত ছিলেন। তবে বিয়ে রাজস্থানে হলেও আগামী ১২ ফেব্রুয়ারি মুম্বাইতে আয়োজন করা হবে সিদ্ধার্থ-কিয়ারার বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠান।

প্রসঙ্গত, সিদ্ধার্থ-কিয়ারার প্রেমকাহিনি রূপকথার থেকে কম কিছু নয়। ‘শেরশাহ’ ছবিতে তাদের পর্দার রোম্যান্সে বুঁদ হয়েছিলেন দর্শকরা। ‘রিল লাইফে’র প্রেম গড়ায় ‘রিয়েল লাইফে’ও। ওই ছবির শুটিংয়ের সময়ই মন দেওয়া-নেওয়া হয় এই তারকা জুটির।

আরও পড়ুনঃ তুরস্ক-সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা প্রায় ৮ হাজার

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..