তুরস্ক ও সিরিয়ায় সোমবার ভয়াবহ ভূমিকম্পের পর এখন চলছে জীবিত ও মৃতদের উদ্ধার অভিযান। ধ্বংসস্তূপের নিচ থেকে এখন আটকে পড়াদের উদ্ধারের চেষ্টা চলছে।
আরও পড়ুনঃ হোয়াটসঅ্যাপে ছবি ঝাপসা করার বিশেষ টুলস
এরমধ্যে ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া অনেকে নিজেদের মোবাইল ফোনে ভিডিও করে বাঁচার আকুতি জানিয়ে সাহায্যের আবেদন জানাচ্ছেন। এমনই একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। সেই ভিডিওতে দেখা যায় এক যুবক ধ্বংসস্তূপের নিচে আটকে আছেন। তিনি ভিডিওতে সাহায্য চাচ্ছেন। সঙ্গে জিজ্ঞেস করছেন ‘মা তুমি ঠিক আছে?’
“বন্ধুরা, আমরা ভূমিকম্পে ধসে পড়া ভবনের নিচে আটকে আছি। মা! তুমি ঠিক আছো! বল তুমি কি কোথাও আছো। দয়া করা সাহায্য করুন! এরপর নিজের বাড়ির ঠিকানা বলে সে ভিডিওটি শেষ করে দেয়।
পরবর্তীতে ওই যুবক ইনস্টাগ্রামে একটি পোস্টে জানায়, উদ্ধারকারীরা তাকে উদ্ধার করেছে। কিন্তু তার মা এখনো নিখোঁজ।
আরও পড়ুনঃ তুষার ও বৃষ্টিতে তুরস্কে ভূমিকম্পে ধ্বংসস্তূপে আটকে পড়াদের উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে