মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩, ০৬:০৭ অপরাহ্ন

এক অর্থবছরে রাজস্ব আদায় বেড়েছে ৪০ হাজার কোটি

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৮ বার পঠিত

২০২০-২১ অর্থবছরের তুলনায় ২০২১-২২ অর্থবছরে রাজস্ব আদায় (ভ্যাট) প্রায় ৪০ হাজার কোটি টাকা বেড়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

আরও পড়ুনঃ যাত্রাবাড়ী থানার সামনে রাস্তা পারাপারের সময় দুই গাড়ির যুবক নিহত

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদে এম আব্দুল লতিফের প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি।

অর্থমন্ত্রী বলেন, ২০২১-২২ অর্থবছরে এনবিআর রাজস্ব আদায় করেছে তিন লাখ এক হাজার ৬২৩ দশমিক ৮৪ কোটি টাকা। এর আগের অর্থবছরে (২০২০-২১) রাজস্ব আদায় হয়েছে দুই লাখ ৬১ হাজার ৬৮৯ দশমিক ২০কোটি টাকা। অর্থাৎ আগের অর্থবছরের (২০২০-২১) তুলনায় ২০২১-২২ অর্থবছরে রাজস্ব আদায় ৩৯ হাজার ৯৮৮ দশমিক ৬৪ টাকা বেশি।

সরকার দলীয় কাজিম উদ্দিন আহম্মেদ ও আলী আজমের পৃথক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, পরিবার সঞ্চয়পত্রের মুনাফার হার বাড়ানোর কোনো পরিকল্পনা আপাতত নেই। বিনিয়োগ পরিস্থিতি বিবেচনা করে পরিবার সঞ্চয়পত্রের মুনাফার হার পুনর্নির্ধারণ করা হতে পারে।

সরকারদলীয় কাজিম উদ্দিন আহম্মেদের আরেক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, দেশে কৃষি উৎপাদন বাড়ানোর লক্ষ্যে কৃষি সহায়তা দেওয়ার নিমিত্তে কৃষকদের সুদবিহীন ঋণ দেওয়ার পরিকল্পনা নেই।

নোয়াখালী-৩ আসনের মামুনুর রশীদ কিরণের প্রশ্নের জবাবে তিনি বলেন, চলতি অর্থবছর রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রার শতভাগ অর্জনের লক্ষ্য নিয়ে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কাজ করে যাচ্ছে। এনবিআর আশা করে, অর্থবছর শেষে লক্ষ্যমাত্রা শতভাগ অর্জিত হবে।

আরও পড়ুনঃ বিদেশির কাছ থেকে টাকা নেওয়া আনসার সদস্য প্রত্যাহার

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..