চট্টগ্রাম চ্যালেঞ্জার্স টেনেটুনে ১১৮ পর্যন্ত গিয়েছিল। এই ম্যাচ জয়ের আশা করা তো কঠিনই ছিল তাদের জন্য। তবে জিয়াউর রহমান-কুর্তিস ক্যাম্ফাররা বল হাতে দারুণ কিছু করে দেখালেন। ১১৯ তাড়া করতে পারলো না এবারের বিপিএলে শেষ ম্যাচ খেলতে নামা ঢাকা ডমিনেটর্স।
আরও পড়ুনঃ জনপ্রিয় ‘ইউটিউবার’ মেয়েকে খুন করলেন বাবা
মিরপুর শেরে বাংলায় অল্প পুঁজি নিয়েও ১৫ রানের জয় নিয়ে মাঠ ছেড়েছে শুভাগতহোমের চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। ১১তম ম্যাচে এটি তাদের তৃতীয় জয়। অন্যদিকে ১২ ম্যাচে তিন জয় পাওয়া ঢাকার শেষ হলো নয় হার নিয়ে।
৪ ওভারে মাত্র ১৫ রানে ৩টি উইকেট নেন চট্টগ্রামের কুর্তিস ক্যাম্ফার। ২টি করে উইকেট শিকার মৃত্যুঞ্জয় চৌধুরী আর জিয়াউর রহমানের।
দলীয় ৭২ রানের মাথায় উসমান যখন ফেরেন, তখন ৭ উইকেট নেই চট্টগ্রামের। তারপর একা হাতে হাল ধরেছেন জিয়াউর রহমান। লোয়ার অর্ডারের এই মারকুটে অলরাউন্ডার ২০ বলে ৩ চার আর ২ ছক্কায় খেলেন অপরাজিত ৩৪ রানের ইনিংস। সবমিলিয়ে ৮ উইকেট হারিয়ে টেনেটুনে ১১৮ রান পর্যন্ত যায় চট্টগ্রাম।
মিরপুর শেরে বাংলায় টস জিতে ব্যাটিং বেছে নেওয়াই যেন কাল হয় চট্টগ্রামের। ইরফান শুক্কুর (৭), মেহেদি মারুফ (৮), উম্মুক্ত চাঁদ (০), আফিফ হোসেন (১), শুভাগতহোম (১)-একে একে সাজঘরের পথ ধরেন স্বীকৃত ব্যাটাররা।
ঢাকার বোলারদের মধ্যে সবচেয়ে ছিলেন সফল আরাফাত সানি। বাঁহাতি এই স্পিনার ৪ ওভারে ২২ রান দিয়ে নেন ৪টি উইকেট।
আরও পড়ুনঃ ঠান্ডায় গরম বাড়ছে সর্দি-জ্বর