শুক্রবার, ২৪ মার্চ ২০২৩, ০২:০৫ পূর্বাহ্ন

যাত্রাবাড়ী থানার সামনে রাস্তা পারাপারের সময় দুই গাড়ির যুবক নিহত

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৮ বার পঠিত

রাজধানীর যাত্রাবাড়ী থানার সামনে রাস্তা পারাপারের সময় দুই গাড়ির চাপায় মো. রাকিব বেপারী (২৮) নামে এক যুবক নিহত  হয়েছেন।

আরও পড়ুনঃ সিরিয়া ও তুরস্ক এখন ধ্বংসস্তূপ নিহতের সংখ্যা ৬০০ ছাড়িয়েছে

সোমবার (৬ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত পৌনে ১২টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

রাকিবকে হাসপাতালে নিয়ে আসা তার বন্ধু ওয়াহিদুল মৃধা বলেন, আমারা খবর পেয়ে যাত্রাবাড়ী থানার সামনে গিয়ে জানতে পারি রাকিব তার কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে যাত্রাবাড়ী থানার সামনে রাস্তা পারাপারের সময় ট্রাক এবং বাসের চাপায় গুরুতর আহত হয়। পরে আমরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল নিয়ে যাই। পরে চিকিৎসক রাতে তাকে মৃত্যু ঘোষণা করেন।

তিনি আরও বলেন নিহতের বাড়ি শরীয়তপুর জেলার, নড়িয়া উপজেলার মোখলেস ব্যাপারির ছেলে।  যাত্রাবাড়ী এলাকায় থাকতেন তিনি। পেশায় একজন ফার্নিচার মিস্ত্রি ছিলেন।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

আরও পড়ুনঃ তিন ফসলি জমিতে প্রকল্প না নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..