মঙ্গলবার, ০৬ জুন ২০২৩, ০৯:৩৭ অপরাহ্ন

১২টি মন্দিরের ১৪টি প্রতিমা ভাঙচুরের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে জাতীয় মানবাধিকার কমিশন

অনলাইন রিপোর্টার
  • আপডেট টাইম : সোমবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৩০ বার পঠিত

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় এক রাতে ১২টি মন্দিরের ১৪টি প্রতিমা ভাঙচুরের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে জাতীয় মানবাধিকার কমিশন।

আরও পড়ুনঃ ঠাকুরগাঁওয়ে বাবাকে হত্যা করল ছেলে

সোমবার (৬ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে উদ্বেগ প্রকাশ করে কমিশন জানায়, শনিবার (৪ ফেব্রুয়ারি) দিনগত রাতে বালিয়াডাঙ্গী উপজেলার ধনতলা ইউনিয়নের আটটি, পাড়িয়া ইউনিয়নের তিনটি ও চাড়োল ইউনিয়নের একটি মন্দিরে মোট ১৪টি প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। রোববার (৫ ফেব্রুয়ারি) সকালে স্থানীয় লোকজন তা দেখতে পান। এ বিষয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদনে প্রকাশিত হয়েছে।

তিনি বলেন, স্বাধীনভাবে নিজ ধর্ম পালনের অধিকার সংবিধান স্বীকৃত মৌলিক মানবাধিকার। কিছু মহল দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার জন্য এসব হামলার ঘটনা ঘটাচ্ছে বলে প্রতীয়মান। যা অত্যন্ত নিন্দনীয়। এসব ঘটনায় জড়িতদের আইনের আওতায় এনে যথাযথ শাস্তি দেওয়া না হলে এ ঘটনার পুনরাবৃত্তি হবে।

এ ঘটনায় যে বা যারা জড়িত থাকুক তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানাচ্ছে কমিশন।

আরও পড়ুনঃ জস্থলী-চন্দ্রঘোনা সড়কে ঝুঁকিতে দু’টি বেইলী ব্রিজ

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..