আরও পড়ুনঃ জাতীয় ছাত্র সমাজের ভারপ্রাপ্ত সভাপতি সছাইফুল
টানা দুবার প্রিমিয়ার লিগের মাসসেরা কোচ হলেন আর্তেতা। ২০২২-এর ডিসেম্বরে সেরা কোচ হয়েছিলেন আর্তেতা। কাতার বিশ্বকাপের পর থেকে এখন পর্যন্ত প্রিমিয়ার লিগে ৫ ম্যাচ খেলেছে আর্সেনাল। জিতেছে ৪ ম্যাচ এবং ড্র করেছে ১ ম্যাচ। জানুয়ারির সেরা কোচ হয়ে আর্তেতা বলেন, ‘বিশ্বকাপের পর অনেকেরই প্রশ্ন ছিল—দল কেমন খেলবে, মোমেন্টাম হারিয়ে ফেললাম কি না। আমার তেমন কিছু মনে হয়নি। ভাগ্য ভালো, এই সময়ে আমাদের বড় কোনো সমস্যা হয়নি এবং আমরা অনেক ম্যাচ জিতেছি। সেরা মুহূর্ত বাছাই করা কঠিন। কারণ আমরা অনেক বড় ম্যাচ জিতেছি। তবে স্পার্সের বিপক্ষে জয়টা বিশেষ কিছু।’
এই মৌসুমে তিনবার প্রিমিয়ার লিগের মাসসেরা কোচ হলেন আর্তেতা। ২০২২-এর আগস্টের সেরা কোচ হয়েছিলেন আর্সেনাল কোচ। প্রথম আর্সেনাল কোচ হিসেবে এক মৌসুমে প্রিমিয়ার লিগে তিনবার মাসসেরা কোচ হলেন আর্তেতা। এর আগে ২০১৯-২০ মৌসুমে পাঁচবার প্রিমিয়ার লিগের মাসসেরা হয়েছিলেন লিভারপুলের কোচ ইয়ুর্গেন ক্লপ।